Tech  and Innovation Talk Cover Image
Tech  and Innovation Talk Profile Picture
Tech and Innovation Talk
@TechandInnovationTalk • 0 mensen vinden dit leuk

#ইউটিউবে ‘চমক’, এক লাফেই দেখা যাবে ভিডিওর সেরা অংশ!
এবার আরও একটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে। যাতে দীর্ঘ ভিডিওটির কোন অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা আর কষ্ট করে খোঁজাখুঁজি করতে হবে না। ইউটিউব নিজেই সেই অংশটি প্লে করে দেবে!

প্রযুক্তির উন্নতির হাত ধরে এখন আর কিছুই অসম্ভব নয়। ‘জাম্প অ্যাহেড’ নামের ফিচারের মাধ্যমে ভিডিওর সেরা কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে একলাফে পৌঁছে যেতে পারবেন।

আপাতত ফিচারটি নিয়ে শেষ পর্যায়ের কাজ চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) কাজে লাগিয়েই এই ফিচার প্রস্তুত হচ্ছে। ভিডিওর যে অংশটিতে এনগেজমেন্ট সবচেয়ে বেশি, সেখানেই আপনাকে নিয়ে চলে যাবে জাম্প অ্যাহেড। ফলে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে।
বর্তমানে ইউটিউবে ভিডিও চলাকালীন স্ক্রিনে ডবল ট্যাপ করলে ১০ কিংবা ২০ সেকেন্ড ভিডিওটি এগিয়ে যায়। আবার কেউ কেউ সামান্য ফাস্ট করেও ভিডিও প্লে করে যাতে কম সময়ে ভিডিও শেষ হয়ে যায়। আরও একধাপ এগিয়ে ইউজারদের সুবিধা করে দেবে জাম্প অ্যাহেড ফিচারটি। দীর্ঘ ডকুমেন্ট্রি থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে এখন আর বেশি সময় লাগবে না।

ঠিক কবে থেকে চালু হবে এই ফিচার? এখনও পর্যন্ত এ বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আপাতত বাছাই করা কিছু ইউজারই এই ফিচারের সুবিধা পাবেন।

image

মানুষের কণ্ঠস্বর হুবহু ক্লোন করার প্রযুক্তি আনল ওপেনএআই
চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআই এবার নিয়ে এলো মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করার প্রযুক্তি। খবর- এএফপি

'ভয়েস এঞ্জিন' নামের এই মডেলটিকে মাত্র ১৫ সেকেন্ডের একটি অডিও স্যাম্পল শোনালেই তা ওই কণ্ঠস্বর হুবহু ক্লোন করতে পারবে, শুক্রবার এক ব্লগ পোস্টে জানিয়েছে ওপেনএআই।
আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ সময়ে এমন একটি প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হবে, স্বীকার করেছে ওপেনএআই। তবে তারা বলেছে, প্রযুক্তিটি নিরাপদে ব্যবহার করার ব্যবস্থা করবে তারা। এআই ব্যবহার করে তৈরি করা অডিও ক্লিপ সহজে শনাক্ত করার ব্যবস্থা থাকবে, আর তা কীভাবে ব্যবহার করা হবে সেটা নিয়েও শক্ত নিয়মনীতি থাকবে।

কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠস্বর অনুকরণ করে সেদেশের নাগরিকদের ফোনে একটি বার্তা পাঠানো হয়েছিল। এআই ব্যবহার করে তৈরি করা হয়েছিল ওই বার্তা। ফলে অনেক বিশেষজ্ঞই ভয় পাচ্ছেন, নির্বাচনের বছরে এআই ব্যবহারে এমন আরও কারসাজি হতে পারে।

image

#কনটেন্ট #ক্রিয়েট #ইউটিউব #ভিডিও #altered Content
#কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন অপশন আনলো ইউটিউব।

=>ইউটিউবে ভিডিও আপলোডে নতুন অপশন, ‌‘Altered Content’ কী?
সম্প্রতি ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রে সংযোজন হয়েছে নতুন একটি অপশন; যার নাম ‘Altered Content’।

ভিডিও আপলোড দেয়ার সময় এই অপশন থেকে আপনাকে ‘Yes’ অথবা ‘No’ সিলেক্ট করতে হবে।

কিন্তু কী এই ‘Altered Content’? কখন ‘Yes’ অথবা ‘No’ দিবেন?

‘Altered Content’ দিয়ে মূলত বোঝানো হয়েছে- যে ভিডিওটি আপলোড দিচ্ছেন সেটাতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) কোনো ব্যবহার আছে কি না?

যেমন- অনেকেই এআই প্রেজেন্টার কিংবা এআই ক্যারেক্টার দিয়ে কনটেন্ট তৈরি করেন, এআই ব্যবহার করে কোনো বিশেষ জায়গার ভিডিও কিংবা স্টিল ইমেজ তৈরি করেন। আবার অনেকে এআই ভয়েস দিয়েও কনটেন্ট তৈরি করেন। এছাড়া ডিপফেকের মাধ্যমেও অনেকে কনটেন্ট তৈরি করেন।
মূলত ইউটিউব তার দর্শকদের জানিয়ে দিতে চায় যে, তারা যে ভিডিওটি দেখছেন সেটি বাস্তব নাকি কৃত্রিমভাবে তৈরি। এআইর সংমিশ্রণে আংশিক বাস্তবকে পুরোপুরি বাস্তবের মতো তৈরি করা হয়েছে নাকি কাল্পনিক কিছুকে এআই ব্যবহার করে বাস্তবে রূপ দেয়া হয়েছে।

তাই ভিডিও আপলোড দেয়ার সময় যদি আপনার তৈরি কনটেন্টে এআইর সংশ্লিষ্টতা থাকে তাহলে ‘Yes’ দিবেন আর তা নাহলে সরাসরি ‘No’ দিবেন।

ইউটিউবের অফিসিয়াল ব্লগে জানানো হয়েছে, দর্শকদের কাছে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি দর্শকদের আস্থা তৈরির উদ্দেশ্যে নতুন এই লেবেলটি রাখা হয়েছে।

তবে কিছু কিছু ক্ষেত্রে এআই ব্যবহার করলেও তা জানানোর প্রয়োজন নাই। ব্লগ পোস্টে ইউটিউব বলেছে, তারা জানে যে অনেক ক্রিয়েটর বিভিন্ন উপায়ে জেনারেটিভ এআই ব্যবহার করেন। স্ক্রিপ্ট, বিষয়বস্তুর ধারণা বা স্বয়ংক্রিয় ক্যাপশন তৈরি করার মতো কাজে জেনারেটিভ এআই ব্যবহার করা হলে তা প্রকাশ করার প্রয়োজন নাই।

image

#চ্যাটজিপিটি
শরীর’ পেয়েছে চ্যাটজিপিটি, খিদে পেলে হাতে তুলে দিচ্ছে আপেল!
গত ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। এক বছরের সামান্য বেশি সময়েই সে মন জয় করেছে সকলের। এতদিনে চ্যাটজিপিটির সঙ্গে বার্তালাপ চালানোর অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। কিন্তু জানলে অবাক হবেন, এবার ‘শরীর’ পেয়েছে চ্যাটবটটি!

জনপ্রিয় এআই যদি শরীরী আকার পায় তাহলে কেমন হয়? একথা নিশ্চয়ই অনেকেই ভেবেছেন। এবার আর ভাবনা নয়, সত্যি সত্যি এমন এক রোবটের দেখা মিলেছে। নাম তার ‘ফিগার ০১’। এক ভিডিওতে তার কারবার দেখে তাক লেগেছে নেটিজেনদের। দেখা যাচ্ছে সে একটি লাল আপেলকে বর্ণনা করতে পারে, চিনতে পারে ডিশভর্তি আলমারি এমনকী তার প্রশ্নকারীকেও। আর এসবই সে করতে পারে তার ক্যামেরা-চক্ষুর সাহায্যে।

কোন ব্যক্তি যখন তাকে জানাচ্ছেন তার খিদে পেয়েছে সেই সময় তার দিকে আপেলও বাড়িয়ে দিয়েছে ‘ফিগার ০১’! এই ‘স্মার্টনেস’ সত্যিই বিস্মিত করে। তাকে কিছু ‘ট্র্যাশ’ এগিয়ে দিলে সে সেগুলো নিয়ে দিব্যি বিনে ফেলে দিচ্ছে বলেই দেখা যাচ্ছে।

এবং এই ধরনের কাজ করার সময় তার কথাবার্তাও অত্যন্ত বুদ্ধিদীপ্ত। সে বলছে, ‘আমার মনে হয় আমি ভালোই করছি। আপেল তার মালিককে পেয়ে গেল, ট্র্যাশগুলোও চলে গেল বিনে। আর টেবিলের ঢাকনাটাও সেখানেই রইল, যেখানে এর থাকার কথা।’ অর্থাৎ কথায় ও কাজে ‘ফিগার ০১’ যেন সব কাজের কাজী। এক নিপুণ মাল্টিটাস্কার।

image

ল্যাপটপের আয়ু বাড়াতে কিছু টিপস!
ল্যাপটপ কিনে ব্যবহার করলেই শুধু চলবে না। আমাদের প্রয়োজন ল্যাপটপের দীর্ঘদিন সার্ভিস। তাই আপনার প্রিয় ল্যাপটপটির সার্ভিস বাড়াতে নিচের টিপসগুলো অনুসরণ করুন।

ব্যাটারির যত্ন:

১. ব্যাটারির লাইফ টাইম বাড়াতে স্কিনের ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন।
২. ব্যাটারি কানেক্টরের লাইন মাঝে মাঝে পরিষ্কার করুন।
৩. সবসময় চার্জার লাগিয়ে রেখে চার্জ দিবেন না। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালান।
প্রসেসরের যত্ন:

১. প্রসেসরের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ রাখুন।
২. কম দরকারি উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।
৩. হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইনটেন্স এর সময় কোন প্রকার কাজ করা উচিত নয়।
৪. মাসে দুই তিন বার হাডর্ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন।

স্ক্রিনের যত্ন:

১. সরাসরি সূর্যের আলোয় ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
২. নিয়মিত স্ক্রিন পরিস্কার রাখুন। কাজ না করলে ঢেকে রাখুন।
৩. কির্বোড ও ল্যাপটপের ডিসপ্লে ধুলোর থেকে রক্ষার জন্য স্ক্রিন ও কির্বোড প্রটেক্টর ব্যবহার করুন।

অন্যান্য:

১. এয়ার ভেন্টের পথ খোলা রেখে সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করুন।
২. দরকার ছাড়া ব্লু-টুথ এবং ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
৩. ম্যালওয়ার-অ্যাডওয়ার জাতীয় ক্ষতিকারক সফটওয়ার ব্যবহার থেকে বিরত থাকুন এবং ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।

image
About

This page explores the fascinating realm of technology and computers, delving into their intricacies and showcasing their ever-evolving impact on our lives. It's your gateway to a deeper understanding of the ever-changing world of technology and computers. So, dive in, explore, and unleash your inner tech guru!