অবশেষে স্টারশিপ উৎক্ষেপণে সফল স্পেসএক্স
স্টারশিপ মহাকাশযানের তৃতীয় পরীক্ষা চালিয়েছে স্পেসএক্স। কোনও ধরনের সমস্যা ছাড়াই এই পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এই রকেটে করেই একসময় চাঁদ ও পরবর্তীতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো হবে। এই ১২০ মিটার দীর্ঘ রকেটটির ওজন পাঁচ হাজার মেট্রিক টন।
গালফ অব মেক্সিকোর তীরে অবস্থিত টেক্সাসের স্টারবেজ থেকে বৃহস্পতিবার এই রকেটটির উৎক্ষেপণ হয়। কয়েক মিনিটের মধ্যেই সফলভাবে মহাকাশে পাড়ি জমায় এটি।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগে স্টারশিপের আরও দু’টি পরীক্ষা ব্যর্থ হয়। এগুলোতে ১০০ জন মহাকাশচারীকে একসঙ্গে বহন করতে পারবে। ১৯৬৯ সালে যে স্যাটার্ন ফাইভ রকেটে করে মানুষ প্রথম চাঁদে গিয়েছিল, এই স্টারশিপ তার থেকে ১০ মিটার বেশি লম্বা। এর আগের দুটি পরীক্ষা যথাক্রমে চার মিনিট ও আট মিনিট টিকে ছিল।
সূত্র:দ্য গার্ডিয়ান
