#ঘর #সাজ #বোহো #দেয়াল #হ্যাংগিং
#ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর
বোহো বা বোহেমিয়ান স্টাইল শিল্পী ও ক্রিয়েটিভ মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও পছন্দের। বোহো স্টাইলের সবচেয়ে বড় একটা দিক হলো এটি আপনার মুক্ত, সহজ কিন্তু অন্যরকম মনের দিকটির প্রকাশ ঘটায়। এ ধরনের জিনিসগুলো সাধারণত হাতের কাছে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই চট করে বানিয়ে নেওয়া যায়। ইদানিং ঘর সাজাতে বোহো স্টাইলে সাজানো ওয়াল ডেকোরগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আজকে সেরকমই কিছু ওয়াল ডেকোর বানানো শিখবো আমরা।
ঘর সাজাতে অল্প উপকরণ দিয়ে বানানো কয়েকটি ওয়াল ডেকোরের আইডিয়া
হুপ ও টাসেল ওয়াল হ্যাংগিং
প্রয়োজনীয় উপকরণ
সেলাই এর ফ্রেম বা ড্রিম ক্যাচার হুপ
রঙিন মোটা সুতা বা উল
মাঝারি মোটা পাটের দড়ি
আঠা বা গ্লু গান
যেভাবে বানাবেন
১) প্রথমে সেলাইয়ের ফ্রেম বা ড্রিম ক্যাচার হুপ নিন। পাটের দড়ির একটি প্রান্ত ফ্রেমের সাথে গিঁট দিন। এরপর পুরো ফ্রেমটাকে পাটের দড়ি দিয়ে পেঁচিয়ে ফেলুন। পুরোটা প্যাচানো হলে, সুতোর শেষ প্রান্তে গিঁট দেওয়ার পর হট গ্লু গান বা আঠার সাহায্যে গিঁটটিকে স্থায়ী করুন।
২) রঙিন মোটা সুতা বা উল নিন। সুতার রঙ হালকা থেকে গাঢ় হলে দেখতে বেশ সুন্দর লাগে। তবে দেয়ালের সাথে মিলিয়ে আপনার পছন্দমতো একটি রঙ বা বিভিন্ন রঙ এর সুতা বা উল নিতে পারেন। একটি শক্ত কাগজ বা কার্ডবোর্ড এর টুকরো নিয়ে ৩ ইঞ্চি লম্বা এবং ২ ইঞ্চি চওড়া করে কেটে নিন। এবার উল বা সুতা নিন, খোলা প্রান্ত কাগজ বা কার্ডের টুকরো সাথে পেঁচিয়ে একটি লুপ তৈরি করুন।
৩) প্রথম লুপের উপর শক্ত করে পেঁচিয়ে একটি বান্ডেল তৈরি করুন। অবশ্যই মোটা একটি বান্ডেল তৈরি করবেন।
৪) বান্ডেল তৈরি শেষ হলে সতর্কতার সাথে বান্ডেলটি কার্ড বা কাগজ থেকে খুলে আনুন। লম্বা করে পাটের দড়ি কেটে নিয়ে বান্ডেলের ভেতর থেকে ঢুকিয়ে শক্ত করে গিঁট দিন। এবার বান্ডেলের অপর প্রান্ত কেটে দিন। সুতার বান্ডেলটাকে লম্বা করে দুপাশে আঁচড়ে নিন চিরুনি দিয়ে। এবার মাঝ বরাবর যেখানে পাটের দড়ি লাগানো সেখানে ধরে সুতোগুলোকে ভাঁজ দিন। যে রঙের বান্ডেল সেই রঙের সুতো কেটে নিন লম্বা করে।
৫) ভাঁজের মাথায় অর্থাৎ পাটের দড়ির গিঁট এর একটু নিচে এই রঙিন সুতো দিয়ে একটি গিঁট দিন। এতে একটি গোল মাথা তৈরি হবে। এবার সুতোটাকে সুন্দর করে পেঁচিয়ে ফেলুন শক্ত করে। শেষ প্রান্তে গিঁট দিন এবং আঠা দিয়ে গিঁটটা স্থায়ী করুন। তৈরি হয়ে গেলো টাসেল। এরকম বেশ কয়েকটি টাসেল তৈরি করুন। টাসেলও রঙ এর শেড মিল করতে পারেন বা বিভিন্ন রঙ এর বানাতে পারেন।
৫) পাটের দড়িসহ টাসেলগুলোকে পছন্দ অনুযায়ী তিনটি ধাপে সাজান এবং ফ্রেমের সাথে গিঁট দিয়ে লাগিয়ে ফেলুন। ফ্রেমের এডজাস্টিং পিন এর জায়গাটিতে আঠা ও পেরেক এর সাহায্যে শক্ত করে লাগিয়ে দিন।
ব্যস, ঘর সাজাতে তৈরি হয়ে গেলো হুপ ও টাসেল হ্যাংগিং।
