Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধ আসলে কি গেম প্ল্যান???

শনিবার রাতে অপারেশন ট্রু প্রোমিজ নামে সামরিক অভিযান শুরু করে ইরান।৩০০-র বেশি মিসাই এবং ২০০ ড্রোন নিয়ে ইহুদি দেশে হামলায় চালায় ইরান।

শিয়া ইরান ও ইহুদি ইসরায়েলের মধ্যে যুদ্ধে ইসলামী রাষ্ট্র জর্ডান ইসরায়েলের পক্ষে কাজ করছে! ইসরায়েলের ওপর ইরানের হামলার সম্ভাব্য পরিস্থিতি আঁচ করতে পেরে আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে মধ্যপ্রাচ্যের চার মার্কিন মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত। দেশগুলো জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো প্রকার হামলা চালাতে দেওয়া হবে না। অন্যদিকে আরেক আরব রাষ্ট্র জর্ডান খোদ ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মাঠে নেমেছে।
ইরানের হামলা মোকাবিলায় এরইমধ্যে ইসরায়েলকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। পাশাপাশি ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও জার্মানি।

এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্কবার্তা দিয়ে রেখেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান, ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান।

জাতিসংঘে নিয়োজিত ইরানের মিশন জানিয়েছে, ইসরায়েলের ওপর তাদের আক্রমণ সমাপ্ত হয়েছে। তারা এ সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকার বিষয়ে সতর্ক করেছে।

এখন পর্যন্ত ইরানের হামলার জবাবে পাল্টা কোনো হামলা চালায়নি ইসরায়েল। তবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী বেনি গানজ বলেছেন, যখন উপযুক্ত সময় আসবে তখন ইরানের ওপর প্রতিশোধ নেবেন তারা।

বেনি গানজ বলেছেন, “আমরা একটি আঞ্চলিক জোট গঠন করব এবং যখন আমাদের জন্য উপযুক্ত সময় আসবে তখন আমরা ইরানের ওপর প্রতিশোধ নেব।”

এক সময় বিশ্লেষকরা মনে করতেন যে সিরিয়া বা লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল আর ইরানের মধ্যেকার উত্তেজনা যতই তীব্র হোক, বা বিক্ষিপ্ত আক্রমণের ঘটনা যতই ঘটুক, একেবারে সরাসরি যুদ্ধ বেধে যাওয়া - সেটা হয়তো হবে না।

কিন্তু ইসরাইলের উত্তর সীমান্ত এলাকার কৌশলগত প্রেক্ষাপট দ্রুত বদলে যাচ্ছে।

## ইজারায়েলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা আসলে কি বিরাট আই ওয়াশ?

## আদতে এর নেপথ্যে রয়েছে বড়সড় গেম প্ল্যান?

## খোমেইনিকে কি জালে ফাঁসালেন নেতানিয়াহু?

## ইজরায়েল এবং আমেরিকায় বেশ কয়েকদিন ধরেই ইরানের এই হামলার ইঙ্গিত পেয়েছিল। আর সে কারণেই ইরানের ড্রোন অ্যাটাকের পর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় ইজরায়েলের আয়রন ডোম সিস্টেম। সেদিকে আসতে থাকা সমস্ত মিসাইল প্রতিরোধ করে ফেলে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন ইচ্ছাকৃতভাবেই ইরানকে ফাঁসিয়েছেন নেতানিয়াহু। ইজরায়েল চাইছিল ইরান তাদের দেশে হামলা চালাক। কিন্তু কেন? এতে কী ফায়দা?

##//### এ ব‍্যাপারে কী মনে করছেন আপনারা ..........মতামত দিন???

image