এই নারীকে চেনেন? ইনি কারোর জন্যে কিছু করেননি। কেউ তার জন্য কমবেশি দরকারি কিছু নয়। তবুও সারা বিশ্ব তাকে চেনে। কেন? তার নাম। কথায় বলে নামে কি আসে যায়? না, অনেক সময় অনেক কিছু আসে যায়।

তার বাবা কার্ল বেঞ্জ ১৮৮৬ সালে কম্বাটসন ইঞ্জিন আবিষ্কার করেন। এর ঠিক তিন বছর পরে তার জন্ম। পরে ডিমলারের সাথে গাড়ি বানানো শুরু হয়। অন‍্যতম জগদ্বিখ‍্যাত এই গাড়ি।

বাবা কার্ল বেঞ্জ যিনি গাড়ির নাম রাখেন তার কন্যার নামে। তিনি হলেন সেই বাবার কন্যা মারসিডিজ। সেই গাড়ি হলো মারসিডিজ বেঞ্জ। কিছু না করেও পৃথিবী পরিচিত এক নাম।

image