বিয়ে করছেন শাকিব খান! অপু-বুবলীর জন্য তার বাড়ির দরজা বন্ধ-
বেশ কয়েকদিন ধরেই ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন তার দুই ‘সাবেক’ স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। সে কারণে ক্ষুব্ধ হয়েছেন শাকিব ও তার পরিবার। অপু-বুবলী দুজনই শাকিবের বৈধ স্ত্রী দাবি করায় এবার এই দুই নায়িকাকে বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি শাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা।
শাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। কারণ, আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি।
