তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো?
- সেটা কাউকে বুঝতে দিও না,
কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।"
ﺇِﻧَّﻤَﺎ ﺃَﺷْﻜُﻮ ﺑَﺜِّﻲ ﻭَﺣُﺰْﻧِﻲ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ
[আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি। (সূরা ইউসুফ, আয়াত ৮৬)]
বিপদে-মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে,
শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ্ ভীষণ খুশি হন।
সবচেয়ে বড় স্বস্তি এটাই যে : ‘আল্লাহ যার ভালো চান,তাকে দুঃখ কষ্টে ফেলেন।
(বুখারি, হাদিস নং: ৫৬৪৫)