#ফরচুন বরিশালকে জিতিয়ে এবার বিপিএল-সেরাও তামিম ।
অবহেলাকে কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করে দেখানো উচিত। যেটা তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদ করে দেখিয়েছেন। তামিম যেখানে বাংলাদেশের দলের হয়ে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সেখানে তাকে অধিনায়কত্ব থেকে শুরু করে দল থেকেই বাদ দেওয়া হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের মতো দায়িত্ববান ও দলের খুঁটিকে বয়স্ক ও মারতে পারেনা বলে অবহেলা করে বাদ দেওয়া হয়েছে। মুশফিকরাও বয়স হয়েছে বলে অনেক সময় অবমূল্যায়নের শিকার হয়েছে। কিন্তু আসলে কী তারা তাই? তাদের সাথে বিসিবি যেমন আচরণ করছে তা কি কোনভাবে কাম্য হয়েছে? তারা কি আসলেই দমে গিয়েছে?

দর্শকরা এসব নিয়ে আলোচনা-সমালোচনা করলেও তারা চুপ ছিল। অভিমান করলেও তা মনের ভিতর রেখেছে। সুযোগের অপেক্ষায় ছিল। আর সেটাই তারা বিপিএলে মুখের শব্দ ও বাক্য ছাড়া কাজের মাধ্যমে জবাব দিয়েছে।

সফলতার জন্য হয়তো অনেক কাঠখোড়া পোহাতে হয়। অনেক কথা শুনতে হয়। অনেক সময় অপেক্ষা করতে হয়। তবে, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, নিজেকে নিত্যনতুন সমৃদ্ধ করার চেষ্টা করেন, নিজের স্কিলকে ধরে রাখার চেষ্টা করেন আপনি সফল হবেনই হবেন। এজন্য ধৈর্য্য, আর লেগে থাকা দরকার। মানুষের দোয়া আর ভালোবাসা দরকার। পরিশ্রমের পাশাপাশি জাস্ট এ গুণাবলীগুলো অর্জন করুন।দেখবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না।

image