চার বছর পর চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে দুই গোলের লিড পায় বার্সেলোনা। প্রথমার্ধেই ব্যবধান কমায় নাপোলি। তবে বিরতির পর বার্সেলোনার একের পর এক আক্রমণে কোনঠাসা হয়ে পড়ে তারা। শেষ দিকে দারুণ এক গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন লেভানডোভস্কি।

গতকাল রাতে অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলিকে ৩-১ গোলে হারায় বার্সা। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে ওঠে তারা।

২০২০ সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে উঠল পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

এদিন ফেরমিন লোপেস ও জোয়াও কানসেলোর গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর নাপোলির বিপক্ষে ব্যবধান কমান আমির রাহমানি। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি স্কোরলাইন ৩-১ করেন রবার্ট লেভানডোভস্কি।

image