#হোম #ডেকোর #ক্রাফটিং
আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সংখ্যাটা বেশ ভালো অংকে দাঁড়াবে, তাই না? কিন্তু আইসক্রিমের স্টিক জমানোর শখ আছে কি? এটি কিন্তু মোটেও ফেলনা নয়, বরং দারুণ সব ক্রাফটের আইটেম ও হোম ডেকোর বানানো যায় এই স্টিক দিয়েই! যারা জানেন, তারা অবশ্যই সংগ্রহে রাখেন। আর এখন তো স্টেশনারি দোকানে বিভিন্ন কালারের স্টিক কিনতে পাওয়া যায়৷ তবে চলুন দেরি না করে আইসক্রিম স্টিক দিয়ে সহজে বানানো যায় এমন কিছু আইডিয়া জেনে নেই।
#diy পেন স্ট্যান্ড বা হোল্ডার-
যা যা লাগবে:-
আইসক্রিম বা পপ সাইকেল স্টিক
উড গ্লু বা গ্লু গান
আর্ট পেপার
স্টোন, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ফিতা, এক্রেলিক কালার (সাজানোর জন্য)
বানানোর নিয়ম:-
১) আপনি দু’ভাবে বানাতে পারেন, স্কয়ার শেইপে ও সিলিন্ডার বা বোতল শেইপে। স্কয়ার শেইপে বানানোর জন্য প্রথমে আর্ট পেপার বা শক্ত কাগজ চারকোণা শেইপে কেটে এমনভাবে বেইজ তৈরি করবেন যাতে চারপাশে স্টিক বসানোর সময় স্কয়ার তৈরি হয়, এক্সট্রা অংশ যেন না থাকে।
২) এখন কাগজের উপর উড গ্লু দিয়ে পাতলা রেখার মতো টানুন। এর উপর স্টিক বসানো শুরু করুন, স্টিক বসিয়ে নিচের বেইজ কমপ্লিট করুন প্রথমেই। গ্লু এর সাহায্যে স্টিক বসিয়ে চার সাইড শেষ করলে আপনার কাঙ্ক্ষিত স্কয়ার শেইপ তৈরি হবে।
৩) পরপর ৩/৪টি স্টিক গ্লু দিয়ে একসাথে করে নেওয়া যেতে পারে (ছবিতে দেখুন)। তারপর যতটুকু হাইট প্রয়োজন, সে অনুয়ায়ী স্টিক বসিয়ে পেন হোল্ডার রেডি করে নিন।
৪) স্টিকে উড গ্লু ব্যবহার করলে ভালোভাবে স্থায়ী হয়। শেষে চাইলে এক্রেলিক কালার দিয়ে পেইন্ট করে নিতে পারেন।
৫) বোতল শেইপের পেন হোল্ডার বানানোর জন্যও আগেরটির মতো শেইপ অনুযায়ী নিচে স্টিক দিয়ে বেইজ তৈরি করুন আর্ট পেপারের উপর৷
৬) এখন যেকোনো প্লাস্টিকের বোতলের মাঝে থেকে এমনভাবে কেটে নিন যেন তা পেন হোল্ডারের মতো শেইপে থাকে।
৭) তারপর বোতলের চারপাশে উড গ্লু দিয়ে স্টিক লাগিয়ে নিন এবং বেইজের উপর বসিয়ে ফেলুন। এক ঘন্টা রেখে গ্লু ভালোভাবে শুকিয়ে আসলে আপনার পছন্দমতো ডেকোরেশন করে নিন। স্টোন, প্লাস্টিকের ফ্লাওয়ার, রিবন যেকোনোটাই ইউজ করা যায়। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেলো পেন হোল্ডার।

