DIY PROJECTs Cover Image
DIY PROJECTs Profile Picture
DIY PROJECTs
@Diyprojects • 0 människor gillar det här
46 i - Youtube

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন DIY আইটেমস
৯০ এর দশকে সিডি দিয়ে গান শোনার কথা তো আমাদের অনেকেরই মনে আছে, তাই না? এখন যুগ বদলের এই সময়ে সিডির ব্যবহার একদমই কমে গিয়েছে। অনেকের বাসায় হয়তো অনেক শখ করে কেনা এসব সিডি পড়েও রয়েছে অযত্নে। কেউ হয়তো ভাবছেন এগুলো ফেলে দিবেন, কেউ স্মৃতি ভেবে জমিয়ে রেখেছেন। তবে কারণ যেটাই হোক, সিডিগুলো কিন্তু পড়ে রয়েছে ঘরের এক কোণেই। কেমন হয় যদি এই পুরনো সিডিগুলো দিয়ে ঘরের জন্য কাজের কিছু জিনিস বানিয়ে ফেলা যায়? চলুন তাহলে আজকে শিখে নেই অব্যবহৃত সিডি দিয়ে দরকারি কিছু জিনিস বানানোর সহজ উপায়।
পুরনো সিডি দিয়ে জিনিস বানানোর উপায়

১)ইয়ার রিং স্ট্যান্ডঃ-
মেয়েদের সাজের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হচ্ছে ইয়ার রিং। ছোট, বড়, মাঝারি সব ধরনের কানের দুলই মেয়েদের কালেকশনে থাকে। এসবের মধ্যে কিছু কানের দুল আছে যেগুলো কয়েকটি একসাথে রাখলে পেঁচিয়ে যায়। আবার অনেক দুলের রঙ উঠে নষ্ট হয়ে যায়। যার কারণে পছন্দসই দুল পরা অনেক সময়ই সম্ভব হয় না। এসব দুল গুছিয়ে রাখার জন্য যদি একটি স্ট্যান্ড বানিয়ে ফেলা যায় তাহলে দুল তো ভালো থাকবেই, সেই সাথে ডিসকালার হওয়ার ভয়ও থাকবে না। পুরনো সিডি দিয়েই এমন ইয়ার রিং স্ট্যান্ড বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে স্ট্যান্ড বানানোর উপায়টি জেনে নেই

প্রয়োজনীয় উপকরণঃ-
২/৩টি পুরনো সিডি
১/২টি টয়লেট পেপার রোল
হট গ্লু ও ভোমর
পুঁতি, লেইস অথবা প্রিন্টেড পেপার
রঙ

যেভাবে বানাবেন-
১। সিডিতে আগে প্রিন্টেড পেপার লাগিয়ে নিন। এবার ভোমরের মাথা আগুনে গরম করে সিডির কোণায় একটু জায়গা বাদ দিয়ে কয়েকটি ফুটো করুন। ফুটো করার আগে মার্ক করে নিতে পারেন। একটি সিডি বাদ দিয়ে সবগুলো ফুটো করে নিন।

২। টয়লেট পেপার রোলগুলোকে রঙ করে শুকিয়ে নিন অথবা প্রিন্টেড পেপার দিয়ে মুড়িয়ে নিন।

৩। যেই সিডিটিতে ফুটো করা হয়নি সেটার উপরে মাঝ বরাবর হট গ্লু গানের সাথে টয়লেট পেপার রোল লাগিয়ে দিন। এই রোলের উপর ফুটো করা একটি সিডি লাগিয়ে দিন। আরো সিডি লাগাতে চাইলে আরো একটা টয়লেট পেপার রোল লাগিয়ে দিন এটির মাঝ বরাবর, তার উপর আবারও সিডি লাগান।

৪। এবার সিডির মাঝে ও বাকি অংশে আর্টিফিশিয়াল ফুল, লেইস বা পুঁতি লাগিয়ে সাজাতে পারেন।

ছিদ্র গুলোয় দুল সাজিয়ে ফেললেই তৈরি হয়ে গেলো দারুণ দুলের স্ট্যান্ড। পড়ে থাকা সিডি দিয়ে একদম অল্প সময়ে এভাবেই সুন্দর এই স্ট্যান্ডটি তৈরি করে ফেলতে পারবেন।

imageimage