একজন পুরুষকে কখনও বলতে হয় না আমাকে গুরুত্ব দাও, আমাকে যত্ন করো, আমাকে তুমি ভালোবাসো। আপনি যদি আপনার পুরুষের পছন্দের নারী হয়ে থাকেন, সে আপনার জন্য সব করতে পারে। সারা পৃথিবী এক করে দিতে পারে। পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলেও আপনার জন্য লড়াই করতে পারে।
যে আপনাকে গুরুত্ব দেয় না, ভালোবাসে না, যত্ন করে না, অথচ তবুও আপনি জেদ ধরে বসে আছেন সবকিছুই একদিন ঠিক হয়ে যাবে। সে আপনাকে একদিন আপনার মতো করে বুঝবে, আপনার জন্য পাগলামি করবে, ভালোবাসবে --তাহলে আপনি ভুল ভাবছেন। কিছু ঠিক হবে না, কিছুই ঠিক হয় না। আবারও বলছি, কিছুই ঠিক হবে না।
কারণ, আপনি তার প্রিয় নারী হতে পারেন নি। আপনি তার কাছে অতোটা গুরুত্বপূর্ণ না, যতোটা আপনি ভাবেন। যদি হতেন তবে সে আপনার বলার আগেই আপনার জন্যে সে-সব করতো, যা আপনি আশা করেন।
পুরুষ বা নারী না, যে কোনো মানুষ তার জন্যেই নিজের সর্বোচ্চটা দেয়, যার সাথে সে থাকতে চায়। বাঁচার আনন্দ খুঁজে পায়। বহু পুরুষ দেখেছি যারা প্রেমিকার কাছ থেকে অ'প্রেমিক, দায়িত্বহীন, রসকষহীন তকমা পেয়ে বিয়ের পর হয়ে উঠেছে দারুণ যত্নশীল, দুর্দান্ত দায়িত্বশীল, চমৎকার রোমান্টিক এবং শতভাগ প্রেমিক।
মনে রাখবেন, মানুষ তার প্রয়োজনে পরিবর্তন হয়। আপনাকে যার প্রয়োজন সে আপনার জন্য নিজেকে পরিবর্তন করবে, অন্যথা আপনি হাজার চেষ্টা করলেও তাকে পরিবর্তন করতে পারবেন না।
আপনি যদি কারোর শখের মানুষ হয়ে থাকেন তবে বিশ্বাস, ভরসা, ভালোবাসা, যত্ন, গুরুত্ব এগুলো এমনিতেই পেয়ে যাবেন, জোর করে আদায় করার প্রয়োজন পড়বে না।