এগ পাস্তা রেসিপি
উপকরণ
২০০ গ্রাম ম্যাকারনি পাস্তা
২ টো ডিম
১ টা পেঁয়াজ কুচি
স্বাদমত লবণ-চিনি
১ টেবিল চামচ অলিভ অয়েল
১ টেবিল চামচ পাস্তা সস
১ টেবিল চামচ চিলি সস
১ টেবিল চামচ টমেটো সস
১ চা-চামচ চিলিফ্লেক্স
২ টেবিল চামচ মেয়োনিজ
রান্নার নির্দেশ সমূহ
1. প্রথমে একটি পাত্রে জল গরম করে তাতে লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিন।
2. এবার কড়াইতে তেল গরম করে তাতে লবণ দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন।
3. এবার ফেটানো ডিম দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন।
4. এবার সেদ্ধ করা পাস্তা,সস,চিলিফ্লেক্স, চিনি,মেয়োনিজ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
5. এবার সবকিছু মিশে গেলে নামিয়ে সার্ভিং প্লেটে ঢেলে পরিবেশন করুন।
