উত্তাপ ছড়াবে লঙ্কা-বাংলা সিরিজ .বিশ্বকাপ প্রস্তুতিতে চোখ রেখে লড়াই
সন্ধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ
বিপিএলের শুরু থেকেই ঘুরেফিরে আসছে একটি বাক্য, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।’ নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদদের পর গতকাল রবিবার একই সুর ছিল শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডের কণ্ঠেও৷ জুনে ছোট ফরম্যাটের মারকাটারি বিশ্ব আসরেই চোখ সফরকারীদের৷ শ্রীলঙ্কার বিপক্ষে শান্তদের চাওয়াও অভিন্ন। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া।
নিজেদের পরখ করে নেওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ সন্ধ্যা ছয়টায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শান্ত-কুশলদের এগিয়ে যাওয়ার মঞ্চও প্রস্তুত। বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথে আগে যা কিছু ঘটেছে, তা কেবল অতীতের । এ নিয়ে লঙ্কান কোচের কোনো মাথাব্যথাই নেই। বাংলাদেশ অধিনায়কও নতুন নিয়ে ভাবতে চান। তবে দুজনের প্রত্যাশা, টি-টোয়েন্টি সিরিজ জমজমাট হোক।
পরিসংখ্যান যদিও শান্তদের পক্ষে কথা বলছে না। এ পর্যন্ত খেলা ১৩ টি-টোয়েন্টির মাত্র চারটা জিতেছে বাংলাদেশ, যে জয়ের আবার সবশেষটা এসেছে ২০১৮ সালে। এমনকি হোমগ্রাউন্ডে এসেও তেমন সুবিধা করা যায়নি। এ পর্যন্ত খেলা এই ফরম্যাটের পাঁচ ম্যাচে জয় মাত্র একটা। মিরপুরে ২০১৬ সালের সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল ২৩ রানে। সিলেটে খেলা একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশ দেখেছিল বড় হার। তবে পুরোনো কথা মাথায় রাখতে চান না শান্ত।
