lekhok Cover Image
lekhok Profile Picture
6 Members
#ছোট গল্প-
#হাঁসিঃ-
“গরীব মানুষের আবার হাসি কি শুনি? গরীবদের কখনো হাসতে নেই। তাদের জীবনে শুধু কান্না, কষ্ট। রক্ত জল করে দেওয়া। মাথার ঘাম পায়ে ফেলে চিরকাল খেটে সামান্য পেট চালানো। সত্যি, ভগবান এই হতভাগা পেটটা কেন দিলেন!” খুব হতাশ হয়ে ছোট্ট মেয়েকে বলছিল দরিদ্র রমেশ।

মেয়ে সব শোনে আর বাবাকে দেখে বাবা কাঁদছে। মেয়ে বাবা কে জড়িয়ে ধরে বলে, “বাবা পৃথিবীতে আমরা সবাই গরীব কেন জানো, কারণ আমরা প্রত্যেকেই কারোর না কারোর অধীনেই চাকরগিরি করছি। কেউ মুষ্টিমেয় চাকর কেউ আবার দরিদ্র চাকর। কিন্তু চাকর আমরা সকলেই। আর গরীব এইজন্যই যে আমরা কেউই নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকি না। আমরা সবাই যতই পাই না কেন তবুও অভাববোধ কখনো কমতেই চায় না। হতদরিদ্র মানুষ যার কিচ্ছু নেই তার ক্ষেত্রেও একই কথা। তার কাছে “কিচ্ছু নেই ” এই কথাটা ভুল। সব মানুষের কাছে কিছু থাকুক বা না থাকুক, হাসি টা আছে।”

“যেই হাসিটা মনে শান্তি দেবে, মনকে বোঝাবে যে তুমি কেবল একজনের অধীনেই চাকরগিরি করছ আর সেই একজনের কাছেই শক্তি চাও যিনি তোমাকে চাকর থেকে মন্ত্রী করতে পারে। এই হাসিটাই বোঝাবে তোমাকে যে তুমি জন্মেই গরীব ছিলে কিন্তু মৃত্যুর সময় গরীব থাকবে না, তোমার নিজের অবস্থা তোমার নিজের জন্যই পাল্টাবে। হাসো বাবা, মনে আনন্দ রাখো, সে যে পরিস্থিতিই হোক। সমস্যা , দুঃখ কষ্ট তো আসবেই। কিন্তু সমস্যায় , দুঃখে কষ্টে ভেঙে না গিয়ে সমাধান খোঁজো বাবা। হাসো বাবা, হাসি জীবনের জন্য খুব দরকার। হাসতে হবে।”

লেখুন প্রাণ খুলে .....