চাহিদা আর যোগানের তারতম্য আজীবন ছিলো,আছে আর থাকবেই৷ ভেবে দেখলেই বুঝতে পারবেন, দশ বছর আগে আপনার চাহিদা আজকের চাহিদার তুলনায় অনেক কমই ছিলো, একইভাবে যোগানের অনুপাতও দশ বছরে লক্ষণীয় পরিবর্তন হয়েছে৷
যোগানের পেছনেই আমাদের যত শ্রম আর মেধার খরচ হয়েছিলো, হচ্ছে এবং হবে৷ তবুও চাহিদা আর যোগানের সামঞ্জস্যতা কভু হবে না৷ এটা সম্ভবই না৷ তাহলে যে মানুষ ধুমধাম, হুটহাট ডিপ্রেশনে চলে যায়, এতে কি লাভ? নূন্যতম লাভ নেই, বরং বহুমাত্রিক ক্ষতি৷ এরপরেও কেন মানুষ অতিমাত্রায় হতাশ হয় আর সর্বমুখী ক্ষতির মুখোমুখি হয়? এক কথায় এ প্রশ্নের উত্তর দেওয়া খুব কষ্ট সাধ্য, আর আমি তা পারবোও না৷ তবে, অতিরিক্ত চিন্তা বা ওভার থিংকিং আর আত্মবিশ্বাসের অভাবই হতাশার মূল কারণ বলে মনে হয়৷
মানুষ চাইলে পারে না এমন কোন কাজ নেই৷ আবার এটাও চিরন্তন সত্য যে, সবাই সবকিছু পারে না৷ তাই খুঁজে বের করা উচিত আমি কি কি পারি, আর কি কি পারি না! লালন বলেছিলেন "আপনারে আপনি চিনে না৷" নিজেকে চেনার চাইতে বড় কোন দর্শন নেই, বড় কোন জ্ঞান নেই৷
মতি মিয়া ভাই প্রায়শ বলে "সে মানুষ ততটুকুই বড়, যে নিজেকে যতটুকু বুঝেছে৷"
#আহালাপ #আহাজা
#মতি_মিয়া_ভাই #মতিমিয়াভাই
