পায়ের তলার ঘাম শুকালে, অতি ধীরে জেগে উঠে চর;
চাঁদের আলোয় সেই চরে এক শব্দশ্রমিক হয়েছে অমর৷
গোলাপের ভাঁজে আজ আর ভালোবাসা নেই,
পদ্মের সাথে পদ্য গড়েছে এক অবিনাশী ঘর৷৷
#আহাদ্য #আহাজা