একজন আমাকে একবার একটা কথা বলেছিল, "Nobody loves a troubled soul"। এবং প্রচন্ড নিষ্ঠুর শোনালেও ব্যাপারটা সম্ভবত সত্যি। আপনি যখন সুসময়ে থাকবেন, সবাই আপনার আশেপাশে থাকতে চাইবে। আপনি যখন পজিটিভ একটা মানুষ হবেন, মানুষের ভালোবাসা পাবেন। যখন আপনি একটা ট্রমাটাইজড, মেসড আপ মানুষ না হয়ে হীলড হবেন, আপনাকে ভালোবাসতে চাইবে অনেকেই। অথচ আমরা ভেবে বসে থাকি, কেউ একজন আসবে রক্ষাকর্তা হয়ে। যে সব বুঝবে, সব মেনে নেবে, সব ঠিক করে দেবে। সে হতে পারে বন্ধু, প্রেমিক বা যেকোনো সম্পর্কের। কিন্তু এরম হয় না, নিজের দুঃখের ঝুলিটা আরেকজন কাঁধ পেতে নিতে পারে না, তার ঠ্যাকা নেই।
আমাদের গালের নরম দুঃখগুলো নিয়ে সান্ত্বনা দেয়ার মানুষ থাকে কিন্তু দুহাত দিয়ে মুছে দিতে চাইবার কেউ থাকে না, এটাই বোধহয় সত্য।