ভালবাসার শরবত (Mohabbat Ka Sharbat)
উপকরণ:-
*৫০০ মিলি লিটার দুধ
*২টেবিল চামচ চিনি গুঁড়ো
*২টেবিল চামচ রোজ সিরাপ (রুহ আফজা)
*১/২ কাপ তরমুজ
*প্রয়োজন মত বরফে কিউব
নির্দেশ সমূহ:
1
দুধ ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন
2
তরমুজ বীজ বাদ দিয়ে ছোট ছোট করে কুচি করে নিন।
3
দুধ, চিনি ও রোজ সিরাপ ভালো করে মিশিয়ে নিন।
4
বরফ মিশিয়ে নিন।
5
সার্ভিং গ্লাসে বরফ কিউব দিয়ে সরবত ঢেলে তরমুজ কুচি দিয়ে পরিবেশন করুন।
