তিন মাসের রিলেশনে তাকে গতকাল আমি প্রথম কলে আসতে বলি! কথা না বলতে পারলে নিঃশ্বাসের শব্দ শুনব বলেছিলাম! কিন্তু সে আসে নাই! আমি আজ ৩ দিন থেকে ভাত খাইনি! ৩ দিন থেকে ভাত খাইনি বলে সে রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে! আমি সেটার জন্য এখনোও পুরা পা*গল হয়ে আছি! ঘু*মে*র মে*ডি*সিন খেয়ে থাকি!
কিন্তু একটু আগে দেখলাম তার আইডির নাম " সাদিয়া জান্নাত নিপু" থেকে "মোঃ শাহাদাত হোসেন" হয়ে গেছে!
এখন আমি কি করব ভাই?