লোকে যতই বলুক,
যে গাছের ফুল শুধু গাছেই সুন্দর দেখতে লাগে!
আমি কিন্তু তাতে মোটেও সহমত নই!

কেন?
তাহলে শোনো,,,,,

ফুল হাতে দেখতেও কিন্তু বেশ লাগে!
একজন পাগলপ্রায় প্রেমিক যখন তার প্রেয়সীর
সহিত সাক্ষাতের আকাঙ্ক্ষায় একগুচ্ছ ফুল হাতে, অপেক্ষার পায়চারি করতে থাকে- রাস্তার পাশ ঘেঁষে, তখন সেই দৃশ্যরূপ দেখাটা যে কত মোহনীয় লাগে!

কিংবা যখন এক বঙ্গনারী তার জীবনের শুদ্ধ পুরুষটির জন্য ফুলে ফুলে নিজেকে সজ্জিত করে, নববধূ সেজে বসে থাকে, হাজারো ফুলে শোভিত- ফুলশয্যার সেই মধ্যভাগে; তখনকার সেই প্রণয়াবেদন-কে কিন্তু হেলায় ফেলার জো নেই....

আবার সদ্য বাবা-মা হওয়ার আনন্দ ভাগাভাগি করতে যখন এক স্বামী তার স্ত্রী-এর শিয়রে সযত্নে ফুলের তোড়া নিবেদন করে কপালে চুম্বন এঁকে দিয়ে বলে-- "আমাকে একটি জীবন্ত ফুল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ!" তখন সেই বাক্যে প্রকাশ করা আবেগে যেই তৃপ্তি থাকে, তা অনেক প্রাপ্তির চেয়েও সুন্দর।

ওদিকে বিবাহের সুবর্ণ জয়ন্তী পূর্তিতে এক বৃদ্ধ তার বৃদ্ধার চুলের খোঁপায় ফুল গুঁজে দিতে দিতে বলে-- "গিন্নী, মনে আছে? প্রথম প্রথম একবার লুকিয়ে তোমার জন্য বেলীফুল এনে মায়ের কাছে কী ধরাটাই না খেয়েছিলাম?" গিন্নী আজও লাজুক হেসে বলে-- "সে আর বলতে? অত লোকের একান্নবর্তী বাড়িতে কী আর ওসব চলে না-কি!"
তাদের ধরা খাওয়ার সেই স্মৃতিতেও ফুল সুন্দর!!

তাই আমার কাছে--
ফুল সবেতেই সুন্দর। হোক তা গাছের ডালে'তে, অথবা চাতক প্রেমিকের হাতে; কিংবা নববধূর সাথে কাটানো সে বিশেষ রাতে!!
আবার বাবা-মা হতে পারার আনন্দ প্রভাতে, কিংবা বৃদ্ধ দম্পতির একান্নবর্তী বাড়িতে কাটানো যৌবন স্মৃতিতে!!❤️❤️