এক লোক তার স্ত্রীকে ইংরেজি শিখিয়েছে যেমন ধরেন ''ডিনার মানে রাতের খাবার'' ''লাঞ্চ মানে দুপুরের খাবার''🍛🥗
একদিন দুপুর বেলা স্ত্রী তার স্বামীকে ভাত খেতে দিয়ে বলল-
স্ত্রী : এই নাও তোমার ডিনার।
স্বামী: তুমি একটা গা:ধা। এখন দুপুর আর এটাকে ডিনার বলে না, বলে লাঞ্চ 😐
স্ত্রী : তুমি গা:ধা, 😡
স্বামী: তোমার চৌদ্দগোষ্ঠী গা:ধা।
স্ত্রী : এগুলো গতরাতের বা:সি ভাত দিয়েছি। তাই এটা ডিনার, এবার বুঝলে। 🤮😒