জোকস
*******
কার বাবা বেশি কৃপণ??🤣🤣🤣 এই নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিলো।
যে ছেলেটি দ্বিতীয় হয়েছিলো, সে লিখেছিলো,"আমার বাবা এতো কৃপণ যে, চিনির কৌটায় কাঁটা চামচ ব্যবহার করেন।"
আর যে ছেলেটি প্রথম হয়েছিলো সে লিখেছিলো,
"আমার বাবা এতো কৃপণ যে, আমাদের বাড়িতে একবার যখন আগুন লেগেছিলো, তখন বাবা ফায়ার ব্রিগেডকে ফোন না করে Missed Call দিয়েছিলো।" 😂😁🤣