ছাগলের কাণ্ড

বাবা হলেন সরকারি কর্মী, নাম তার সুমন স্যার,
দুর্নীতি করে জমিয়েছেন টাকার পাহাড়, ভারি মহা ধ্যানী তার।
ছেলে কিনল ছাগল এক, দাম তার পনেরো লাখ,
ছাগল দেখে হাসল পাড়া, “এ তো কীর্তিমান এক মহারাজ!”

ছেলে বলে, “বাবা, দেখো তো, ছাগল কিনেছি আজ,
পনেরো লাখ টাকায় কিনলাম, এটা যেন রাজার সাজ।”
বাবা মাথা চাপড়ে বলে, “কাণ্ড তো করলি বড়,
এবার বুঝবি দুর্নীতির ফল, পালাবো কী করে বড?”

বাবার চাকরি গেল হাতছাড়া, খবর হলো ভাইরাল,
ছাগল নিয়ে হাসতে লাগলো, গ্রামের ছোট-বড়।
দেশ-বিদেশে পালাচ্ছে বাবা, পুলিশ ধরবে বলে,
দুর্নীতির পাপ চাপা থাকে না, সত্যি কথা হলে।

বাবা চায় লুকাতে পাপ, পালাবে বিদেশে,
কিন্তু ছাগল বলে, “না মহাশয়, পাপ তো ছাড়বে না বাপকে।”
ছেলের হাসি থামছে না, ছাগল নিয়ে মজা,
বাবার পাপের ফল দেখল, এটা তো মহা সাজা!

পাড়া-পড়শি সবাই হাসে, “দেখো দুর্নীতির ফল,
পনেরো লাখ টাকার ছাগল, হেসে দেয় বুঝি বল।”
ছাগলও যেন হাসে বলে, “পাপ তো চাপা থাকে না,
দুর্নীতির বাপকেও ছাড়ে না, ছাগল দিয়ে ফাঁস হয় সবার জানা।”

তাই বলি, পাপ থেকে দূরে থাকো, সৎ পথে চলো সবাই,
নইলে ছাগলের কাণ্ডে, পরবে পাপের দায়।
দুর্নীতি করলেই ধরা পড়বে, ছাড়বে না কেউ সত্যি,
ছাগলের মত হাসির পাত্র, হবেই তবে ব্যক্তি।