#পুনরায় সচল ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম
আবারও সচল হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। আজ মঙ্গলবার রাত নয়টার পর থেকে হঠাৎই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যা দেখা দেয়। এমনকি যাঁরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে লগইন অবস্থায় ছিলেন, তাঁরাও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায় ।
পুণ্তনরায় সাড়ে ১০টার দিকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুক সচল হয়। রাত ১০টা ৫০ মিনিটে মেসেঞ্জার চালু হয়। রাত ১১টা থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করা সম্ভব হয়েছে।

image