#আকিলেরহ্যাটট্রিক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে প্রথম হ্যাটট্রিকটি করলেন আকিল হোসেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রথম বোলার হিসেবে পিএসএলে হ্যাটট্রিকের স্বাদ পেলেন ক্যারিবিয়ান স্পিনার। তবে তার এই কীর্তি ম্লান হয়ে গেছে দল না জেতায়। বাবর আজমের ব্যাটিংয়ে তাদের হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে পেশোয়ার জালমি।
পিএসএলে শুক্রবার পেশাওয়ার জালমির বিপক্ষে ৭৬ রানে হারা ম্যাচে হ্যাটিট্রক করেন আকিল। আসরে প্রথম হ্যাটট্রিক এটি। সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে পিএসএলে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আকিল। আগের পাঁচ জন হলেন- মোহাম্মদ আমির (২০১৬), জুনাইদ খান (২০১৮), ইমরান তাহির (২০১৮), মোহাম্মদ সামি (২০১৯) ও আব্বাস আফ্রিদি (২০২৩)।
জুনাইদ, তাহির ও আব্বাস মুলতান সুলতান্সের হয়ে এই স্বাদ পান। আমির করাচি কিংসের জার্সিতে এবং সামি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে গড়েন এই কীর্তি।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আকিলের হ্যাটট্রিকটি তার কোটার শেষ ও পেশাওয়ারের ইনিংসের ষোড়শ ওভারে। ওভারের দ্বিতীয় বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন আমের জামাল। পরের বল স্টাম্পে টেনে আনেন মেহরান মুমতাজ। চতুর্থ বলে স্লিপে ধরা পড়েন মার্ক উড।
এর আগে পেশাওয়ার অধিনায়ক বাবর আজমের উইকেটও নেন আকিল। ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন ক্যারিবিয়ান স্পিনার।
আকিলের বলে আউট হওয়ার আগে ৩০ বলে ৯টি চার ও ১ ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন বাবর। সাথে বাকি ব্যাটারদের অবদানে টস হেরে ব্যাটিংয়ে নামা পেশাওয়ার ২০ ওভারে ৮ উইকেটে করে ১৯৬ রান। পরে বোলারদের মিলিত প্রচেষ্টায় কোয়েটাকে ১২০ রানে গুটিয়ে বিশাল ভ্যবধানে ম্যাচ জিতে নেয় পেশোয়ার।
