গরমেও ব্যবহার করতে হবে #লিপবাম, জেনে নিন কেন
কেবল শীত নয়, বরং গ্রীষ্মেও এসপিএফ আছে এমন একটি লিপবাম রাখুন সঙ্গে।
ঠোঁটের সুরক্ষায় লিপবাম ব্যবহারের কথা কেবল শীত এলেই বলা হয় ভীষণভাবে। অথচ বছরজুড়েই ঠোঁট ভালো রাখতে চাইলে ব্যবহার করতে হবে লিপবাম―এ কথা অনেকেই জানেন না। কেন বছরজুড়েই লিপবাম ব্যবহার করতে হবে জেনে নিন।
ঠোঁটের শুষ্কতা কমাতেঃ-
তীব্র গরমের মৌসুমে বাতাস গরম এবং কখনো কখনো খুব শুষ্ক থাকে।ফলে ঠোঁটেও এর ক্ষতিকর প্রভাব পড়ে। ঠোঁট হয়ে যায় রুক্ষ, শুষ্ক। সৌন্দর্যও ম্লান হয়। তাই পুরো বছরই ঠোঁটকে সুরক্ষিত রাখতে লিপবাম ব্যবহার করুন।কেননা এটি বাতাসের যেকোনো ধরনের শুষ্ক প্রভাব থেকে ঠোঁটকে রক্ষা করে।

আর্দ্রতা বজায় রাখতে:-
গরমের তাপ এবং বাতাসের আর্দ্রতার কারণে গ্রীষ্মে ঠোঁট শুকিয়ে যেতে পারে। লিপবাম ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং যেকোনো ধরনের শুষ্কতা প্রতিরোধ করবে।

ঠোঁটের সৌন্দর্য:-
ঠোঁট সুন্দর রাখতে কে না চায়। এ জন্য একটু তো যত্ন করা উচিত। ঠোঁট কোমল, নরম ও সুন্দর রাখতে নিয়মিত লিপবাম ব্যবহারের বিকল্প নেই।

image