"তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটুকথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না । শুধু মনে রেখো 'যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল
করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো।
:- এপিজে আব্দুল কালাম