আমার এক কাজিন ৪০+ স্যালারি পেতো। বিয়ে হবার পর স্বামীকে আর পাত্তা দিতো না। একটা মেয়ে বাচ্চা হবার পর সে নিজেই স্বামী কে ডিভোর্স দেয়। কারণ পুরো ফ্যামিলি তার পক্ষে।
এভাবে ২/৩ বছর যাবার পর সে বুঝতে পারে পারিবারে তার দাম ৪০ হাজার টাকা স্যালারির কারণে। একটা সময় চরম একাকিত্ব বোধ করে অসহ্য হলে বিয়ের কথা বলে।
০৭ বছরেও একটা পাত্র জুগাতে পারেনি। ঐ মেয়ে তখন হারে হারে টের পায় বাস্তবতা কত কঠিন।
এটাও টের পায় পুরুষ কে প্রতিপক্ষ ভেবে নিজের পায়ে কুড়াল মারলো।
যে পুরুষকে তুচ্ছতাচ্ছিল্য করে ডিভোর্স দিলো ঐ ছেলে ৩ মাসের মাথায় ঠিকই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে নেয়।
একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায়। বাবা অসুস্থ হয়ে যায় এসব টেনশনে মেয়ের দ্বিতীয় বিয়ে দেবার জন্য। সংসারে এত গেঞ্জাম লেগেছে যে ২ ভাই বিয়ে করে বাসা থেকে বের হয়ে যায়।
শেষ পর্যন্ত একটা মেয়ের লাইফ পর্যন্ত নষ্ট হয়নি সাথে মা বাবাও তিলে তিলে শেষ। একটা সময় নিজ কন্যার গ্রেজুয়েশন নিয়ে আত্মীয় স্বজন মহলে গর্ব করতো। এখন বিড়ালের মত মুখ লুকিয়ে হাফ ছাড়ে।
আমাদের বাকি খালাদের অল্পশিক্ষিত মেয়েদের সংসার দেখে আফসোস করে। কী ভয়ংকর বাস্তবতা। একটা সময় আমার অল্পশিক্ষিত যে খালাতো বোনরা এই শহুরে খালাতো বোনের গ্রেজুয়েশন দেখে আফসোস করতো। ভাবতো আমরা পিছিয়ে আছি। ঐ মেয়ে জব করে সেটেল।
আজ ঐ মেয়ে আফসোস করে ক্যানো অল্পশিক্ষিত থেকে বিয়ে হলো না।
কেন যৌবনের আনন্দ থেকে বঞ্চিত হলো। ক্যানো পরিবার আর সংসারের ছোয়া থেকে বঞ্চিত হলো।
এই ফেমিনিজম কত লাখ মেয়ের জীবন নষ্ট করেছে। সেটার হিসাব নেই। আর এই কারণেই শেষ পর্যায়ে তারা কট্টর ধর্ম বিদ্বেষী হয়ে পড়ে। কট্টর পুরুষ বিদ্বেষী হয়ে পড়ে।
তবুও একদল বাস্তবতাকে মেনে নিবে না নিছক অহংকারীতায়।
©️ নিজাম উদ্দিন ভাইয়ের ওয়াল থেকে।
#feminist
#feminisme
#earlymarriage #earlymaariagcampaign
#femaleleadership
#femaleeducation
#islamicpost