دریافت پوسٹسہمارے Discover صفحہ پر دلکش مواد اور متنوع نقطہ نظر کو دریافت کریں۔ تازہ خیالات کو اجاگر کریں اور بامعنی گفتگو میں مشغول ہوں۔
চাহিদা আর যোগানের তারতম্য আজীবন ছিলো,আছে আর থাকবেই৷ ভেবে দেখলেই বুঝতে পারবেন, দশ বছর আগে আপনার চাহিদা আজকের চাহিদার তুলনায় অনেক কমই ছিলো, একইভাবে যোগানের অনুপাতও দশ বছরে লক্ষণীয় পরিবর্তন হয়েছে৷
যোগানের পেছনেই আমাদের যত শ্রম আর মেধার খরচ হয়েছিলো, হচ্ছে এবং হবে৷ তবুও চাহিদা আর যোগানের সামঞ্জস্যতা কভু হবে না৷ এটা সম্ভবই না৷ তাহলে যে মানুষ ধুমধাম, হুটহাট ডিপ্রেশনে চলে যায়, এতে কি লাভ? নূন্যতম লাভ নেই, বরং বহুমাত্রিক ক্ষতি৷ এরপরেও কেন মানুষ অতিমাত্রায় হতাশ হয় আর সর্বমুখী ক্ষতির মুখোমুখি হয়? এক কথায় এ প্রশ্নের উত্তর দেওয়া খুব কষ্ট সাধ্য, আর আমি তা পারবোও না৷ তবে, অতিরিক্ত চিন্তা বা ওভার থিংকিং আর আত্মবিশ্বাসের অভাবই হতাশার মূল কারণ বলে মনে হয়৷
মানুষ চাইলে পারে না এমন কোন কাজ নেই৷ আবার এটাও চিরন্তন সত্য যে, সবাই সবকিছু পারে না৷ তাই খুঁজে বের করা উচিত আমি কি কি পারি, আর কি কি পারি না! লালন বলেছিলেন "আপনারে আপনি চিনে না৷" নিজেকে চেনার চাইতে বড় কোন দর্শন নেই, বড় কোন জ্ঞান নেই৷
মতি মিয়া ভাই প্রায়শ বলে "সে মানুষ ততটুকুই বড়, যে নিজেকে যতটুকু বুঝেছে৷"
#আহালাপ #আহাজা
#মতি_মিয়া_ভাই #মতিমিয়াভাই