Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
• It also has the function of brushing and scraping
• After brushing the floor, you can easily scrape off the sewage
• 120 degree rotating brush head, triangular convex bristles, rubber soft board
• Make every corner easy to clean
• The tile cleaning brush is made of high-quality aluminum + PP wire + PP three materials
• One thing is multi-purpose, cleaning is effortless, and it can be used in bathrooms, living rooms, outdoors and ****conies
• The tile cleaning brush can be used with a long handle or the brush head can be removed separately for cleaning window gaps, for a variety of purposes
• The tile cleaning brush can be up to 41 inches long and the width of the brush head and scraper is 8 inches, the large size makes it easier for you to use
• The uniquely designed brush head makes it easier for you to use it, whether you are brushing high gaps or corners of floors, sinks, bathtubs, and dead corners behind toilets, it can be done easily
ডিম ছাড়া কেক
উপাদানগুলি
১কাপ ময়দা
১/৪ কাপ বাটার /মাখন
১কাপ ব্রাউন সুগার গুঁড়ো করা
১চা চামচ বেকিং পাউডার
১/২ চা চামচ বেকিং সোডা
১/২ কাপ লিকুইড দুধ
১চা চামচ ভিনিগার
১চা চামচ ভ্যানিলা এসেন্স
১কাপ কুচানো ড্রাই ফ্রুটস (কাজু কিসমিস, টুটি ফ্রুটি, এপ্রিকট,কালো কিশমিশ, কুমড়োর মিঠাই আমন্ড বাদাম, আখরোট
রান্নার নির্দেশ
1. ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি গুড়ো ভালো করে চেলে নিতে হবে।
2. তারপর বাটার আর চিনি গুড়ো আগে মিক্স করে নিতে হবে। ভ্যানিলা এসেন্স মিক্স করতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, দিয়ে মিক্স করতে হবে, তারপর একটু একটু করে দুধ দিয়ে ব্যাটার টা বানাতে হবে পাতলা কিন্তু হবে না
3. তারপর ড্রাই ফ্রুটস গুলো মেশাতে হবে। তারপর শেষে ভিনিগার মিক্স করতে হবে।
4. তারপর কেক টিনে একটু বাটার ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়ে ব্যাটার টা ঢেলে দিতে হবে।
5. ১৬০°ডিগ্রি প্রি-হিটেড ওভেনে ৪০-৪৫ মিনিট মতো ওভেনে বেক করতে হবে।
এগ পাস্তা রেসিপি
উপকরণ
২০০ গ্রাম ম্যাকারনি পাস্তা
২ টো ডিম
১ টা পেঁয়াজ কুচি
স্বাদমত লবণ-চিনি
১ টেবিল চামচ অলিভ অয়েল
১ টেবিল চামচ পাস্তা সস
১ টেবিল চামচ চিলি সস
১ টেবিল চামচ টমেটো সস
১ চা-চামচ চিলিফ্লেক্স
২ টেবিল চামচ মেয়োনিজ
রান্নার নির্দেশ সমূহ
1. প্রথমে একটি পাত্রে জল গরম করে তাতে লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিন।
2. এবার কড়াইতে তেল গরম করে তাতে লবণ দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন।
3. এবার ফেটানো ডিম দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন।
4. এবার সেদ্ধ করা পাস্তা,সস,চিলিফ্লেক্স, চিনি,মেয়োনিজ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
5. এবার সবকিছু মিশে গেলে নামিয়ে সার্ভিং প্লেটে ঢেলে পরিবেশন করুন।