image

গরমের আরামদায়ক ড্রেস পেতে আমাদের সঙ্গে থাকুন। https://fitfida.com/

FitFida | Your best outfit partner

FitFida | Your best outfit partner

imageimage

image

😍😍

image

আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি,❤️

আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!

আলহামদুলিল্লাহ🌸

তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো?
- সেটা কাউকে বুঝতে দিও না,
কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।"

ﺇِﻧَّﻤَﺎ ﺃَﺷْﻜُﻮ ﺑَﺜِّﻲ ﻭَﺣُﺰْﻧِﻲ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ
[আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি। (সূরা ইউসুফ, আয়াত ৮৬)]

বিপদে-মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে,
শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ্ ভীষণ খুশি হন।

সবচেয়ে বড় স্বস্তি এটাই যে : ‘আল্লাহ যার ভালো চান,তাকে দুঃখ কষ্টে ফেলেন।
(বুখারি, হাদিস নং: ৫৬৪৫)

Mehedi Hassan 01990033693 changed his profile picture
41 w

image
Mehedi Hassan 01990033693 changed his profile picture
41 w

image

image

The smile of a daughter is the secret purpose of every father.

image