Keşfedin MesajlarıKeşfet sayfamızdaki büyüleyici içeriği ve farklı bakış açılarını keşfedin. Yeni fikirleri ortaya çıkarın ve anlamlı konuşmalara katılın
#প্রাইমার হ্যাকস যা বদলে দিবে আপনার ডেইলি মেকআপ এক্সপেরিয়েন্স
আমরা যারা সবেমাত্র মেকআপ নিয়ে জানছি, প্রায়ই আমাদের প্রশ্ন থাকে “প্রাইমার ব্যবহার করা কি জরুরি?” অথবা “প্রাইমার কেন ব্যবহার করবো?” প্রাইমার মেকআপ প্রোডাক্টসের মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট, যা আমাদেরকে ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করতে সাহায্য করে। যদি আপনার মেকআপ রুটিনে প্রাইমার অনুপস্থিত থেকে থাকে, তাহলে মনের মতো মেকআপ লুক পাওয়া একটু কঠিনই বটে। আজকের ফিচারে এমন কিছু প্রাইমার হ্যাকস সম্পর্কে ধারণা দিবো যা আপনাকে মেকআপ গেইমকেই চেঞ্জ করে দিবে।
প্রাইমার ব্যবহারের সুবিধা-
প্রাইমার হলো একটি মেকআপ প্রোডাক্ট যা সাধারণত স্কিন কেয়ারের পরে এবং ফাউন্ডেশন ব্যবহারের আগে অ্যাপ্লাই করা হয়ে থাকে। প্রাইমার মূলত আমাদের স্কিন ও মেকআপের মধ্যকার ব্যারিয়ার হিসেবে কাজ করে এবং স্কিনের ইমপারফেকশনস, যেমন, পোরস অথবা একনে ব্লার করার মাধ্যমে স্কিনে স্মুথ টেক্সচার দেয়।
প্রাইমার ইউজ করার মূল বেনিফিটগুলো হলো-
#স্কিন প্রোটেকশন-
প্রাইমার স্কিন ও মেকআপের মধ্যকার প্রোটেকটিভ লেয়ার হিসেবে কাজ করে এবং স্কিনকে মেকআপ প্রোডাক্ট ব্যবহারের ফলে সম্ভাব্য ইরিটেশন অথবা যেকোনো দীর্ঘমেয়াদি ক্ষতি থেকে রক্ষা করে।
#পারফেক্ট মেকআপ বেইজ-
প্রাইমার ব্যবহারের ফলে স্কিনের অতিরিক্ত অয়েল ও সেবাম অ্যাবজর্ব হয়ে যায়, যা আমাদেরকে পারফেক্ট মেকআপ বেইজ তৈরিতে সাহায্য করে।
#স্মুথ ফিনিশিং-
প্রাইমার আমাদের স্কিনের পোরস এবং একনের মতো ইমপারফেকশনস ব্লার করার মাধ্যমে স্কিনের টেক্সচার ভিজিবলি ইমপ্রুভ করে। এতে করে মেকআপ প্রোডাক্ট স্কিনে সহজেই ব্লেন্ড হয়ে যায় এবং স্মুথ ফিনিশিং দেয়।
##দারুণ কিছু প্রাইমার হ্যাকস
প্রাইমার যে একটি মাল্টিপারপাস প্রোডাক্ট তা বেশিরভাগই মানুষ ই কিন্তু জানেন না।
বেইজ মেকআপ লং-লাস্টিং করা ছাড়াও প্রাইমার মেকআপের আরো অনেক কাজে ব্যবহার করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক অ্যামেজিং সেই প্রাইমার হ্যাকস গুলো-
DIY বিবি ক্রিম-
যদি ঘরে বসে নিজে নিজে বিবি ক্রিম বানিয়ে ফেলা যায়, তাহলে কেমন হয় বলুন তো? এর জন্য আপনার মাত্র তিনটি উপকরণ প্রয়োজন, ময়েশ্চারাইজার, প্রাইমার ও ফাউন্ডেশন। ময়েশ্চারাইজার, প্রাইমার আর কিছুটা ফাউন্ডেশন একসাথে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে DIY বিবি ক্রিম, যা আপনাকে দিবে এভ্রিডে ফ্রেন্ডলি একটা ন্যাচারাল লুক। যাদের কাছে ফাউন্ডেশনের কভারেজ হেভি মনে হয়, তারা প্রতিদিন ইউজের জন্য এই বিবি ক্রিমটি ব্যবহার করতে পারেন।
আইশ্যাডো বেইজ-
অনেকেই বলেন তাদের চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করলে কিছুক্ষণ পরেই নাকি ক্রিজ করে। আইলিডে প্রাইমার ব্যবহার করলে ক্রিজিংয়ের কোনো চান্সই থাকে না। প্রাইমার আইশ্যাডো বেইজ হিসেবে কাজ করে, যা স্মুথ সারফেস ক্রিয়েট করে মেকআপ অ্যাপ্ললিকেশনের জন্য। এতে করে আইশ্যাডো ক্রিজ করেনা এবং দীর্ঘসময় পর্যন্ত আই মেকআপ স্ম্যাজপ্রুফ থাকে।
আইব্রো গ্রুমিং-
নিট লুক পেতে গেলে আপনার আইব্রো ভালোভাবে সেট করা খুবই জরুরি। হাতের কাছে আইব্রো জেল না থাকলে একটি স্পুলিতে সামান্য প্রাইমার লাগিয়ে আপনার আইব্রোতে ব্রাশ করে নিন, দেখবেন খুব সহজে সেট হয়ে যাবে আপনার আইব্রো।
আইল্যাশের লেন্থ বৃদ্ধি
আমরা মেয়েরা সাধারণত আইল্যাশ নিয়ে অনেক স্ট্রাগল করি। কখনো কখনো মাশকারা ব্যাবহার করেও কাঙ্ক্ষিত ল্যাশ লেন্থ পাইনা। এক্ষেত্রেও কিন্তু প্রাইমার দারুণভাবে হেল্প করতে পারে। মাশকারা ব্যবহারের পূর্বে একটি ক্লিন স্পুলি দিয়ে আইল্যাশে প্রাইমার অ্যাপ্লাই করে নিন। তারপরে মাশকারা অ্যাপ্লাই করে দেখুন ম্যাজিক! প্রাইমার অ্যাপ্লাই করার কারণে আপনার ল্যাশ ইনস্ট্যান্টলি বেশ বড় ও ঘন দেখাবে।
আইল্যাশের লেন্থ বৃদ্ধি
শুকিয়ে যাওয়া জেল লাইনারের রিইউজ-
আমার পার্সোনালি আইলাইনারের ক্ষেত্রে শার্প ও চিকন উইং বেশ পছন্দ। আর এক্ষেত্রে জেল আইলাইনারের জুড়ি মেলা ভার। তবে জেল লাইনারের তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার প্রবণতার কারণে অনেক সময় প্রোডাক্ট নষ্ট হয়ে যায়। আমি এই সমস্যার সমাধান হিসেবে অল্প পরিমাণ প্রাইমার জেল লাইনারের সাথে মিক্স করে নেই। সাথে সাথেই আমার শুকিয়ে যাওয়া জেল লাইনার পুনরায় ব্যবহারের উপযোগী হয়ে যায়!
হাইলাইটার বেইজ
পাউডার হাইলাইটার ব্যবহারের আগে অল্প একটু প্রাইমার অ্যাপ্লাই করলে স্কিনে হাইলাইটার অ্যাপ্লিকেশন অনেক সুন্দর ও ন্যাচারাল দেখায়।
স্ম্যাজপ্রুফ লিপ মেকআপ
লিপস্টিক ছড়িয়ে যাওয়া আমাদের একটি কমন সমস্যা। পারফেক্ট স্ম্যাজপ্রুফ লিপ মেকআপের জন্যও কিন্তু প্রাইমার খুব কার্যকরী! একটি কনসিলার ব্রাশের সাহায্যে কিছুটা লিপ প্রাইমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিন। তারপর লিপলাইনার ও লিপস্টিক অ্যাপ্লাই করুন। এতে করে লিপস্টিক ছড়িয়ে যাওয়ার চান্স অনেক কমে যায়।
হেয়ার স্প্রের বিকল্প
একটি সুন্দর হেয়ার স্টাইল করার পরে দেখলেন বেবি হেয়ারের জন্য লুকটাই নষ্ট হয়ে যাচ্ছে, আর এই বেবি হেয়ার তো হেয়ার স্প্রে ছাড়া সেট করা সম্ভব নয়। কিন্তু হাতের কাছে তো হেয়ার স্প্রে নেই! চিন্তার কোনো প্রয়োজন নেই, আপনার ফিংগারের সাহায্যে সামান্য প্রাইমার দিয়ে বেবি হেয়ারগুলোকে সেট করে নিন।
আশা করি এই প্রাইমার হ্যাকসগুলো আপনার ডেইলি মেকআপ এক্সপেরিয়েন্স এনহ্যান্স করবে।
গরমেও ব্যবহার করতে হবে #লিপবাম, জেনে নিন কেন
কেবল শীত নয়, বরং গ্রীষ্মেও এসপিএফ আছে এমন একটি লিপবাম রাখুন সঙ্গে।
ঠোঁটের সুরক্ষায় লিপবাম ব্যবহারের কথা কেবল শীত এলেই বলা হয় ভীষণভাবে। অথচ বছরজুড়েই ঠোঁট ভালো রাখতে চাইলে ব্যবহার করতে হবে লিপবাম―এ কথা অনেকেই জানেন না। কেন বছরজুড়েই লিপবাম ব্যবহার করতে হবে জেনে নিন।
ঠোঁটের শুষ্কতা কমাতেঃ-
তীব্র গরমের মৌসুমে বাতাস গরম এবং কখনো কখনো খুব শুষ্ক থাকে।ফলে ঠোঁটেও এর ক্ষতিকর প্রভাব পড়ে। ঠোঁট হয়ে যায় রুক্ষ, শুষ্ক। সৌন্দর্যও ম্লান হয়। তাই পুরো বছরই ঠোঁটকে সুরক্ষিত রাখতে লিপবাম ব্যবহার করুন।কেননা এটি বাতাসের যেকোনো ধরনের শুষ্ক প্রভাব থেকে ঠোঁটকে রক্ষা করে।
আর্দ্রতা বজায় রাখতে:-
গরমের তাপ এবং বাতাসের আর্দ্রতার কারণে গ্রীষ্মে ঠোঁট শুকিয়ে যেতে পারে। লিপবাম ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং যেকোনো ধরনের শুষ্কতা প্রতিরোধ করবে।
ঠোঁটের সৌন্দর্য:-
ঠোঁট সুন্দর রাখতে কে না চায়। এ জন্য একটু তো যত্ন করা উচিত। ঠোঁট কোমল, নরম ও সুন্দর রাখতে নিয়মিত লিপবাম ব্যবহারের বিকল্প নেই।