LION MD MONIRUL ISLAM changed his profile picture
1 y

image
Hello Boutique House added new product for sell.
1 y
imageimageimage

0 Reviews
In stock· New

Eid Collection

৳2.350.00 (BDT)

রেডিমেড নায়রা কাট থ্রি পিচ।
✅জামা: (এসি কটন /বডি ৪৪" লং ৪৫+
বুকে রিয়েল মিরর এর কাজ করা।
✅ওরনা সেমি পিওর শিফন জরজেট। ফুল ওরনা তে স্টোন করা আছে।
✅সেলোয়ার ইন্ডিয়ানএমব্রয়ডারি করা

Shareez Lover added new product for sell.
1 y
image

0 Reviews
In stock· New

Dupian Silk Saree_DS-407

৳1.850.00 (BDT)

* নরমাল ওয়াশ,

*ধুপিয়ান সিল্ক

শাড়ি লম্বা ১২ হাত।

আধুনিক ও রুচিশীল ডিজাইন।

#বর্ষায়অ্যালার্জি থেকে শিশুদের যেভাবে সুস্থ রাখবেন
একেবারে ছোট বয়স থেকে বয়ঃসন্ধি পর্যন্ত যেকোনো সময়ে ত্বকে অ‍্যালার্জির সমস‍্যা দেখা দিতে পারে শিশুদের। প্রথম দিকে অনেক ক্ষেত্রে আসল সমস‍্যা ধরা পড়ে না। তবে কয়েকটি উপসর্গ জানান দেয় যে, শিশু অ্যালার্জির সমস্যায় আক্রান্ত। সেগুলো কী? শিশুর ত্বকে যদি ধারাবাহিকভাবে ফুসকুড়ি, চুলকানির সমস্যা চলতেই থাকে, তা হলে সতর্ক হতে হবে। এছাড়াও ক্রমাগত হাঁচি বা শ্বাসকষ্ট হলেও সতর্ক থাকতে হবে। বাড়িতে কারো যদি অ্যালার্জি থাকে, তাহলে এ ধরনের উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে শিশুকে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে।

বর্তমানে শিশুকে রোগমুক্ত রাখতে মা-বাবারা বেশি সতর্কতা অবলম্বন করেন। যার ফলে, শিশুদের শরীরে ‘ইমিউনিটি সিস্টেম’ ঠিক মতো কাজই করে না। খুব সহজেই শিশুরা নানা ধরনের অ্যালার্জি অ্যাটাকের শিকার হয়। রোগ প্রতিরোধের ক্ষমতা তাদের শরীরে তৈরিই হয় না।

অ্যালার্জির ভিন্নতা রয়েছে। অ্যালার্জির কিছু উৎস ঘরের ভেতরেই রয়েছে, অন্যগুলো বাইরে। সারাবছরই ঘরে জমা ধুলা, কোনো বিশেষ খাবার, আরশোলা জাতীয় প্রাণির সংস্পর্শে অ্যালার্জি আক্রান্ত হতে পারে শিশু। তার প্রিয় পোষা প্রাণির লোম থেকেও ছড়াতে পারে অ্যালার্জি। এছাড়া বাতাসে ভাসমান ফুলের রেণু, ধূলিকণা থেকে অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিভিন্ন খাবার থেকেও শিশুদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। দুধ, ডিম, বাদাম, চিংড়ি, কাঁকড়ার মতো খাবার থেকে অ্যালার্জি হতে পারে।

অনেকের ধারণা, অ্যালার্জি হলে শুধু ত্বকে র‍্যাশ বের হয়। এ ধারণা একেবারেই ভ্রান্ত। চিকিৎসকদের মতে, অ্যালার্জির নানা উপসর্গ দেখা দিতে পারে। যেমন সর্দিজ্বর আসতে পারে আপনার শিশুর। ডাক্তারি পরিভাষায় একে বলে ‘হে ফিভার’। হতে পারে শ্বাসকষ্টের সমস্যাও। অনেকের সমস্যা দেখা দেয় শুধু চোখে।

তবে সামান্য সতর্ক থাকলে আপনার শিশুকে অ্যালার্জি থেকে বাঁচাতে পারেন আপনিই। জানুন কয়েকটি পদ্ধতি :

বাড়িতে কোনও পোষা প্রাণি থাকলে, শুরু থেকে অবশ্যই তার সাথে খেলতে দিন শিশুদের। এর ফলে শিশুর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হবে।

শিশু যেন বিকেলে খোলা মাঠে বেড়ানোর বা দৌড়ঝাঁপ করে খেলার সুযোগ পায়। অযথা তাকে বাড়িতে বসিয়ে রাখবেন না।

ছোট থেকেই সব ধরনের খাবার, ফল ও সব্জি খাওয়ানো অভ্যাস করান শিশুকে। বয়স বাড়লে ফর্মুলা দুধের বদলে গরুর দুধ খাওয়ান তাকে। এর ফলে, খাদ্যজাত অ্যালার্জির হাত থেকে অনেকটাই মুক্ত থাকবে সে।

অন্তঃসত্ত্বা অবস্থায় মা ভিটামিন ডি সেবন করলে শিশুদের মধ্যে অ্যালার্জির প্রবণতা কম হয়। শিশুদের জন্মের পর থেকেই মায়ের বুকের দুধ অত্যন্ত জরুরি। এর ফলে অনেক ধরনের অ্যালার্জির হারই কমে যায় শিশুদেহে।

শিশুদের কাছাকাছি কোনোভাবেই ধূমপান উচিত নয়। এমনকি, অন্তঃসত্ত্বা অবস্থায় মাকেও ধূমপান না করার পরামর্শ দেয় চিকিৎসকেরা। বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেও অ্যালার্জির সমস্যা হয়।

ছোট থেকেই শিশুকে বেশি করে পানি খাওয়ার অভ্যাস করান। খাবারে আদা, গোলমরিচ, হলুদের মতো মশলার ব্যবহার বেশি করে করুন।

image

#শির খুরমা
রোজা শুরু হতে আর বেশিদিন বাকি নেই। সারাদিন পর ইফতারে ঠান্ডা ঠান্ডা মন শীতল করা খাবার খেতে মন চায় কমবেশি সবারই। পর্যাপ্ত জুস, লাচ্ছি, দই ইত্যাদি খেয়েও মন ভরে না অনেক সময়ই। যদি ভিন্ন কিছুর স্বাদ পেতে চান তাহলে ঝটপট বানিয়ে নিতে পারেন শির খুরমা।

শির খুরমা তৈরিতে যা যা লাগবে-
সেমাই ১/২ কাপ
ইভাপোরেটেড মিল্ক ১ ক্যান (৩৫৪ মিলি)
হেভি ক্রিম ১/২ কাপ
চিনি ৩ টেবিল চামচ
খেজুর ৭-৮ টি (চিকন টুকরো করে নেয়া)
কিশমিশ ২ টেবিল চামচ
কাজু, পেস্তা, কাঠ বাদাম প্রত্যেকটি ১০ টি করে (চিকন টুকরো করে নেয়া)
এলাচ গুঁড়া ১ চিমটি
ঘি ১ ১/২ টেবিল চামচ
কিছু শুকনা গোলাপ পাপড়ি, বাদাম (সাজানোর জন্য)

যেভাবে তৈরি করবেনঃ-
প্যানে ঘি গরম দিন। ঘি গরম হয়ে গেলে প্রথমে কিশমিশ ভেজে নিন। কিশমিশ তুলে রেখে এই ঘিতে খেজুর ভেজে প্লেটে তুলে নিন।
সব শেষে বাদামগুলো ভেজে তুলে নিন। এখন বাকি ঘিয়ের মধ্যে অল্প আঁচে সেমাই ভেজে নিন। ভাজতে ভাজতে সেমাইয়ের রঙ লালচে হয়ে গেলে এর মধ্যে ইভাপোরেটেড মিল্ক বা ঘন দুধ দিয়ে দিন।
দুধ ফুটে উঠলে দুধের মধ্যে ভেজে রাখা বাদাম, খেজুর এবং কিশমিশ দিয়ে দিন।
এরপর চিনি এবং হেভি ক্রিম দিয়ে সব একসঙ্গে ভাল করে নেড়ে দিন।
সেমাই ঘন হয়ে গেলে এর মধ্যে ১ চিমটি এলাচ গুঁড়া দিয়ে চুলা বন্ধ করে দিন।
এখন সেমাই ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। উপরে বাদাম কুঁচি, খেজুর এবং শুকনো গোলাপ পাপড়ি ছড়িয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা মজাদার শির খুরমা।

image

image
Hello Boutique House added new product for sell.
1 y
imageimageimage

0 Reviews
In stock· New

Eid Collection

৳850.00 (BDT)

??টু পিস
জামা স্কিন প্রিন্টের উপরে লেজ দেয়া আছে।
জামায় টারসেল দেয়া আছে।
জামার হাতায় লেজ দেয়া আছে।
জামা লিলেনের উপরে।
বডি সাইজঃ- ফ্রি

image
Treasure Gadget added new product for sell.
1 y
image

0 Reviews
In stock· New

MT8 Ultra SmartWatch

৳1.590.00 (BDT)

Product Highlights:

Model: MT8 Ultra
Shape: Rectangular
Making & Answer Calls via Bluetooth
2.0-inch Touch Screen, Smart split screen
Rugged Design – Quick Action button

Treasure Gadget added new product for sell.
1 y
image

0 Reviews
In stock· New

S9 Ultra Max Smart Watch Men with NFC Watch 8 Series Bluetooth Call Watch Sports

৳1.590.00 (BDT)

About this item
1,Bluetooth call,NFC access,GPS movement tracking,AI voice assistant.
2,sports:calorie,Step counting.
3,reminder:call reminder,message reminder,Long sitting reminder,Alarm reminder.
4,tracker:Heart rate,blood pressure,blood oxygen,sleep monitor.
5,others: Music control,Stopwatch,Find bracelet/find phone,Weather push,Dial switching,Raise your hand to light up the screen,Sports mode,Shake and take a photo,Do Not Disturb Mode,Respiratory training,restart,Restore factory settings,Screen shutdown time adjustment.