কেউ সংসারী, কেউ সন্ন্যাসী!
কেউবা দোটানায় জনমকাল।
আমি কিছুই নই, কোনটাই না,
নীরবে করি নিজেরে আড়াল।
#আহাদ্য

#newtew

image

#grandopening #newtew ❤️❤️

image

#ফরচুন বরিশালকে জিতিয়ে এবার বিপিএল-সেরাও তামিম ।
অবহেলাকে কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করে দেখানো উচিত। যেটা তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদ করে দেখিয়েছেন। তামিম যেখানে বাংলাদেশের দলের হয়ে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সেখানে তাকে অধিনায়কত্ব থেকে শুরু করে দল থেকেই বাদ দেওয়া হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের মতো দায়িত্ববান ও দলের খুঁটিকে বয়স্ক ও মারতে পারেনা বলে অবহেলা করে বাদ দেওয়া হয়েছে। মুশফিকরাও বয়স হয়েছে বলে অনেক সময় অবমূল্যায়নের শিকার হয়েছে। কিন্তু আসলে কী তারা তাই? তাদের সাথে বিসিবি যেমন আচরণ করছে তা কি কোনভাবে কাম্য হয়েছে? তারা কি আসলেই দমে গিয়েছে?

দর্শকরা এসব নিয়ে আলোচনা-সমালোচনা করলেও তারা চুপ ছিল। অভিমান করলেও তা মনের ভিতর রেখেছে। সুযোগের অপেক্ষায় ছিল। আর সেটাই তারা বিপিএলে মুখের শব্দ ও বাক্য ছাড়া কাজের মাধ্যমে জবাব দিয়েছে।

সফলতার জন্য হয়তো অনেক কাঠখোড়া পোহাতে হয়। অনেক কথা শুনতে হয়। অনেক সময় অপেক্ষা করতে হয়। তবে, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, নিজেকে নিত্যনতুন সমৃদ্ধ করার চেষ্টা করেন, নিজের স্কিলকে ধরে রাখার চেষ্টা করেন আপনি সফল হবেনই হবেন। এজন্য ধৈর্য্য, আর লেগে থাকা দরকার। মানুষের দোয়া আর ভালোবাসা দরকার। পরিশ্রমের পাশাপাশি জাস্ট এ গুণাবলীগুলো অর্জন করুন।দেখবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না।

image

#ফরচুন বরিশালকে জিতিয়ে এবার বিপিএল-সেরাও তামিম ।
অবহেলাকে কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করে দেখানো উচিত। যেটা তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদ করে দেখিয়েছেন। তামিম যেখানে বাংলাদেশের দলের হয়ে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সেখানে তাকে অধিনায়কত্ব থেকে শুরু করে দল থেকেই বাদ দেওয়া হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের মতো দায়িত্ববান ও দলের খুঁটিকে বয়স্ক ও মারতে পারেনা বলে অবহেলা করে বাদ দেওয়া হয়েছে। মুশফিকরাও বয়স হয়েছে বলে অনেক সময় অবমূল্যায়নের শিকার হয়েছে। কিন্তু আসলে কী তারা তাই? তাদের সাথে বিসিবি যেমন আচরণ করছে তা কি কোনভাবে কাম্য হয়েছে? তারা কি আসলেই দমে গিয়েছে?

দর্শকরা এসব নিয়ে আলোচনা-সমালোচনা করলেও তারা চুপ ছিল। অভিমান করলেও তা মনের ভিতর রেখেছে। সুযোগের অপেক্ষায় ছিল। আর সেটাই তারা বিপিএলে মুখের শব্দ ও বাক্য ছাড়া কাজের মাধ্যমে জবাব দিয়েছে।

সফলতার জন্য হয়তো অনেক কাঠখোড়া পোহাতে হয়। অনেক কথা শুনতে হয়। অনেক সময় অপেক্ষা করতে হয়। তবে, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, নিজেকে নিত্যনতুন সমৃদ্ধ করার চেষ্টা করেন, নিজের স্কিলকে ধরে রাখার চেষ্টা করেন আপনি সফল হবেনই হবেন। এজন্য ধৈর্য্য, আর লেগে থাকা দরকার। মানুষের দোয়া আর ভালোবাসা দরকার। পরিশ্রমের পাশাপাশি জাস্ট এ গুণাবলীগুলো অর্জন করুন।দেখবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না।

image

#ফরচুন বরিশালকে জিতিয়ে এবার বিপিএল-সেরাও তামিম ।
অবহেলাকে কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করে দেখানো উচিত। যেটা তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদ করে দেখিয়েছেন। তামিম যেখানে বাংলাদেশের দলের হয়ে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সেখানে তাকে অধিনায়কত্ব থেকে শুরু করে দল থেকেই বাদ দেওয়া হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের মতো দায়িত্ববান ও দলের খুঁটিকে বয়স্ক ও মারতে পারেনা বলে অবহেলা করে বাদ দেওয়া হয়েছে। মুশফিকরাও বয়স হয়েছে বলে অনেক সময় অবমূল্যায়নের শিকার হয়েছে। কিন্তু আসলে কী তারা তাই? তাদের সাথে বিসিবি যেমন আচরণ করছে তা কি কোনভাবে কাম্য হয়েছে? তারা কি আসলেই দমে গিয়েছে?

দর্শকরা এসব নিয়ে আলোচনা-সমালোচনা করলেও তারা চুপ ছিল। অভিমান করলেও তা মনের ভিতর রেখেছে। সুযোগের অপেক্ষায় ছিল। আর সেটাই তারা বিপিএলে মুখের শব্দ ও বাক্য ছাড়া কাজের মাধ্যমে জবাব দিয়েছে।

সফলতার জন্য হয়তো অনেক কাঠখোড়া পোহাতে হয়। অনেক কথা শুনতে হয়। অনেক সময় অপেক্ষা করতে হয়। তবে, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, নিজেকে নিত্যনতুন সমৃদ্ধ করার চেষ্টা করেন, নিজের স্কিলকে ধরে রাখার চেষ্টা করেন আপনি সফল হবেনই হবেন। এজন্য ধৈর্য্য, আর লেগে থাকা দরকার। মানুষের দোয়া আর ভালোবাসা দরকার। পরিশ্রমের পাশাপাশি জাস্ট এ গুণাবলীগুলো অর্জন করুন।দেখবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না।

imageimage

#odddotselfie নারীর প্রতিবাদের ভাষা বাঁকা টিপের সেলফি
সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ছড়িয়ে পড়েছে নারীদের কপালের বাঁকা টিপের সেলফি। না, এটি কোনো ট্রেন্ড নয়। চলছে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ‘অড ডট সেলফি’।

বাঙালি নারীর সাজসজ্জায় টিপের ব্যবহার কারও অজানা নয়। নারীর চিরাচরিত এই টিপই এবার হয়ে উঠেছে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। ‘আমার প্রতিবাদের ভাষা #odddotselfie’ স্লোগানে রেডিও স্বাধীনের উদ্যোগে চলছে এই অভিনব প্রতিবাদ, যাতে সাড়া দিয়েছেন দেশখ্যাত অভিনয় শিল্পী ও ইনফ্লুয়েন্সাররা।
ফেসবুক ও ইন্সটাগ্রামে সেলফি পোস্ট করে এই প্রতিবাদ শুরু করেন তারা। কপালের মাঝখান থেকে টিপ একটু সরিয়ে সেলফি তুলে হ্যাশট্যাগ odddotselfie দিয়ে পোস্ট করেন নিজ নিজ প্রোফাইলে। তারা নারীদের আহ্বান জানান সেলফি ও হ্যাশট্যাগসহ প্রতিবাদে যোগ দিতে। এরপর এটি ছড়িয়ে যেতে থাকে সাধারণ মানুষের মাঝেও।

ইনফ্লুয়েন্সাররা বলেন, আমরা নারীরা মন ভালো থাকলে টিপ পরি। এটি আমাদের কালচার। কপালের সেই টিপ সরিয়ে দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা এবার প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী সারা যাকের বলেন, ‘আমাদের দেশের নারীরা প্রতিদিন ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে কোনো প্রতিবাদই হচ্ছে না। সবাই মিলে সোচ্চার হওয়ার এখনই সময়। শুধু নিজের জন্য নয়, আশেপাশে কোনো নারীকে নির্যাতিত হতে দেখা মাত্র প্রতিবাদ করা উচিত।’

অপি করিম বলেন, ‘পরিবারে নারীর প্রতি সহিংসতা যেমন বাড়ছে তেমনি সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে এই হয়রানির মাত্রা বেড়েছে। কিন্তু কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না।’

যেকোনো নির্যাতনের শিকার হলে নারীরা বেশিরভাগ সময় তা মুখ বুজে সহ্য করে নেন। কিন্তু নারীর প্রতি সহিংসতা নারীরা মুখ খুললেই বন্ধ হবে। সেই লক্ষ্যেই ‘আমার প্রতিবাদের ভাষা #odddotselfie’ স্লোগানে চলছে এই প্রতিবাদ।

image

#অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ
জয় দিয়ে সাফ শুরু বাংলাদেশের
সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশের নারীরা।
শুরু থেকেই দাপটের সঙ্গে এগিয়ে ছিল বাংলাদেশ। সংঘবদ্ধ এক আক্রমণের প্রদর্শনীতে প্রথমার্ধের ২৪ মিনিটে বাংলাদেশ গোল পায়। সাথী মুন্ডার দারুণ এক মুভে থ্রু বল ঠেলে দেন প্রতিপক্ষের গোল বক্সের ভেতর। নেপালের গোলরক্ষক গোল বাঁচাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।

৫ মিনিট পর গোলের ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি নিজেই। বক্সের বাম দিকে দিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আরেক খেলোয়ার আলফি। গোলরক্ষক তাকে থামাতে গিয়ে গিয়ে ফেলে দেন মাটিতে। ফলে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন প্রীতি। এভাবেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর স্বাগতিক নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করেতে পারেনি। বারবার তাদের আক্রমণ নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশের রক্ষণভাগ। খেলার ৬২ মিনিটের মাথায় আরিফার করা ক্রসে সুরভী প্রীতির প্লেসিং করা বল ফিরে আসে জালের পাশে লেগে। এরপর নির্ধারিত নব্বই মিনিটের খেলায় গোল পায়নি আর কোনো দল।
এবারের সাফ-১৬ টুর্নামেন্টে অংশ নিয়েছে চারটি দল। এক ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট করে অর্জন করেছে ভারত ও বাংলাদেশ। আগামী ৫ মার্চ বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

image

dua

image
Alamgir Nahid Mudou sua imagem de perfil
1 y

image