পুলিশ একদিন বল্টুর বাবাকে খুঁজতে বল্টুদের বাড়ি গিয়ে বল্টুকে বলল.

পুলিশ : তোমার বাবা কোথায়!

বল্টু : বাবা বাড়িতে নেই।🫣🫣

পুলিশ : কোথায় গেছেন!

বল্টু : বলব না।🥲🥲

পুলিশ : বলো কোন সমস্যা নেই । আমরা তোমার বাবার সাথে শুধু একটু কথা বলব।

বল্টু : না। আমার বাবা আপনাদের সাথে কথা বলতে চান না।

পুলিশ : আচ্ছা ঠিক আছে , তোমার বাবা কোথায় গেছেন বলার দরকার নেই। যাওয়ার আগে কি বলে গেছেন সেটা অন্তত বলো।

বল্টু : বাবা বলেছেন আমি সামনের দোকানে চা খেতে যাচ্ছি। পুলিশ আসলে বলবি না আমি কোথায় গেছি
🤣🤣🤣🤣🤣🤣

কম্যুনিটি স্টান্ডার্ড আমেরিকার ফাপরে থাকি আমি #facebook.com

একদিন এক মেয়ে জুতা কিনতে বল্টুর দোকানে গেল...🥹🫰🏻
মেয়েটার জুতা পছন্দ হলো কিন্তু টাকা দিতে গিয়ে সে দেখলো তার কাছে কোন টাকা নাই!🫤🫤

মেয়েটা জুতার দোকানদার বল্টুকে বলল...

মেয়ে:ভাই আমার এই জুতাটা পছন্দ হয়ছে কিন্তু ভুলে টাকা রেখে আসছি,কাল এসে টাকা দিয়ে যাবোনি!🥲🥲

বল্টু দোকানদার রাজি হইয়া গেলো আর মেয়েকে বললো..

বল্টু:তাহলে টাকাটা কাল দিয়ে যাইয়েন!🫣🫣

এতটা দেখে তার পার্শ্বের দোকানদার অবাক হয়ে বল্টুকে বললো..

পার্শ্বের দোকানদার:কিভাবে বিশ্বাস করলেন!কাল যদি না আসে!🙄🙄

বল্টু: কাল আসতেই হইবো!কারন ২টা ২ সাইজের জুতা দিয়া দিছি!🥹🥹
"

Byte Investor
Start your dream project and startup with Byte Investor.

#startup #fund #investment #byteinvestor #bangladesh

Byte Investor
Start your dream project and startup with Byte Investor.

#startup #fund #investment #byteinvestor #bangladesh

Byte Investor: Micro Crowd Investment Platform
Yes you can do it, don't give up.

#startup #fund #investment #byteinvestor #bangladesh

Available with colour and hand painting dress for (3-5) years babys.

image

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন।"
কর্মচারী বললো,"স্যার! ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে!!" 😊😊
ক্যাশে বসা মহাজন কর্মচারীকে ডেকে নিয়ে একটা থা*প্পর মে*রে দিলো। সামান্য এই কথাটার কারণে কর্মচারীর গায়ে হাত তোলা বিষয়টা মেনে নিতে পারলাম নাহ। 🤔🤔
মহাজনকে বললাম,"কাজটা ঠিক করলেন নাহ। কর্মচারীর কথায় আমি কিছু মনে করিনি।" 🙄🙄
মহাজন কোন কথা না বলে চুপ থাকলো। 😌😔
আড়ত থেকে বের হতেই কর্মচারী ফিসফিস করে বললো, "স্যার, এই কারণে থা*প্পর মা*রে নি, মারছে অন্য কারণে...। 😂🤣
বললাম,"কি কারণ জানতে পারি...??" 😱😱
স্যার!! মহাজনের বউয়ের নাম "হাসিনা বেগম।"
উনি আদর করে "হাঁসি" ডাকে!! 😁😁
আমি যে বলছি,"হাঁসি ডিম পাড়ে,
এই জন্য আমারে থা*প্পর মা*রছে। 😀🤭😃

Mukul Siraj ❤️

image

গরমে অতিরিক্ত চা খাচ্ছেন,
এই গরমে অতিরিক্ত চা শরীরে জন্য একেবারেই ভালো নয়। শরীরে নানারকম ক্ষতির সম্ভাবনা রয়েছে চা পান করলে।

১. চায়ে ট্যানিন নামক এক ধরনের উপাদান রয়েছে। এই উপাদান শরীরে বেশি পরিমাণে পৌঁছে গেলে আয়রন শোষণে সমস্যা হয়। এ কারণে অতিরিক্ত চা খেলে আয়রন ঘাটতি হয়ে শরীরে অ্যানিমিয়ার আশঙ্কা বাড়ে।

২. গরমে অতিরিক্ত পরিমাণে চা পান করলে দুশ্চিন্তা, উৎকণ্ঠা বাড়ে। কারণ চায়ে রয়েছে ক্যাফিন নামক একটি উপাদান। আর এই উপাদান শরীরে বেশি পরিমাণে পৌঁছে গেলেই মানসিক অস্থিরতা কয়েকগুণ বাড়ে। এর সঙ্গে যোগ হয় দুশ্চিন্তা, উৎকণ্ঠা।

৩. গরমে এমনিতেই ঘুমের ব্যাঘাত ঘটে তারপর আবার চা খেলে তো কথাই নেই। বিশেষজ্ঞদের মতে, চায়ে থাকা ক্যাফিন ঘুম কাটাতে সাহায্য করে। বিশেষ করে রাতে চায়ের কাপে চুমুক দিলে ঘুম না হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ কারণে ঘুমের সমস্যা থাকলে দিনে দুই-তিনবারে বেশি চা খাওয়া ঠিক নয়।

৪. চায়ে থাকা ট্যানিন বেশি পরিমাণে শরীরে পৌঁছে গেলে পাকস্থলী এবং অন্ত্রে সমস্যা দেখা দেয়। এর ফলে বমি বমি ভাব থেকে শুরু করে পেটেব্যথাসহ একাধিক জটিল সমস্যার আশঙ্কা বাড়ে।

৫. অতিরিক্ত পরিমাণে চা খেলে বুক জ্****া, মুখে টক ওঠা সহ একাধিক সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। তাই গরমের দিনে পেটের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে দিনে ২-৩ কাপ লিকার চা খান।

image