পুলিশ একদিন বল্টুর বাবাকে খুঁজতে বল্টুদের বাড়ি গিয়ে বল্টুকে বলল.
পুলিশ : তোমার বাবা কোথায়!
বল্টু : বাবা বাড়িতে নেই।🫣🫣
পুলিশ : কোথায় গেছেন!
বল্টু : বলব না।🥲🥲
পুলিশ : বলো কোন সমস্যা নেই । আমরা তোমার বাবার সাথে শুধু একটু কথা বলব।
বল্টু : না। আমার বাবা আপনাদের সাথে কথা বলতে চান না।
পুলিশ : আচ্ছা ঠিক আছে , তোমার বাবা কোথায় গেছেন বলার দরকার নেই। যাওয়ার আগে কি বলে গেছেন সেটা অন্তত বলো।
বল্টু : বাবা বলেছেন আমি সামনের দোকানে চা খেতে যাচ্ছি। পুলিশ আসলে বলবি না আমি কোথায় গেছি
🤣🤣🤣🤣🤣🤣