Summer???

Summer??

#Summer???

এই নারীকে চেনেন? ইনি কারোর জন্যে কিছু করেননি। কেউ তার জন্য কমবেশি দরকারি কিছু নয়। তবুও সারা বিশ্ব তাকে চেনে। কেন? তার নাম। কথায় বলে নামে কি আসে যায়? না, অনেক সময় অনেক কিছু আসে যায়।

তার বাবা কার্ল বেঞ্জ ১৮৮৬ সালে কম্বাটসন ইঞ্জিন আবিষ্কার করেন। এর ঠিক তিন বছর পরে তার জন্ম। পরে ডিমলারের সাথে গাড়ি বানানো শুরু হয়। অন‍্যতম জগদ্বিখ‍্যাত এই গাড়ি।

বাবা কার্ল বেঞ্জ যিনি গাড়ির নাম রাখেন তার কন্যার নামে। তিনি হলেন সেই বাবার কন্যা মারসিডিজ। সেই গাড়ি হলো মারসিডিজ বেঞ্জ। কিছু না করেও পৃথিবী পরিচিত এক নাম।

image

image

image

আমি যাকে নিয়ে কুঁড়েঘর বাঁধার স্বপ্ন দেখি,
আসলে সে নাকি ৫ তলা বিল্ডিং এ থাকে।🙂

স্বর্ণের দাম আরও কমলো
চলতি মাসে তিন দফা বাড়ানোর পর পরপর দুদিন স্বর্ণের দাম কমলো। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ১৩৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা।

বুধবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন বিকেল ৪টা ৫০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সমিতিটি।

জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৩ এপ্রিল) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা করা হয়।

image