সূর্যের আলো থেকে কখন শিশুকে দূরে রাখবেন?
শিশুরা ঘরের বাইরে যেতে বা খেলাধুলা করতে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে এটা সবার আগে মনে রাখা প্রয়োজন যে গরমের সময় শিশুদেরকে নিয়ে বাইরে ঘুরে বেড়ালে তাদের খুব সহজেই হিটস্ট্রোক বা ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে।
এই গরমে শিশুদের খুব প্রয়োজন ছাড়া বাইরে বের করা উচিত হবে না। চিকিৎসকরা বলছেন, শিশুদের খেলাধুলা করার জন্য বাড়ির ভেতরেই ব্যবস্থা করে দেয়ার কথা। আবহাওয়া আবার নাগালে এলে বাইরে যেতে সমস্যা নেই।
ব্রিটেনের স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস বলছে, ছয় মাসের কম বয়সী শিশুদের সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখা উচিৎ। প্রাপ্তবয়স্ক শিশুদেরকেও গ্রীষ্মকালীন রোদ থেকে যতটা সম্ভব দূরে রাখা প্রয়োজন। বিশেষ করে, বেলা ১১টা থেকে বিকেল তিনটার সময়ে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, সূর্যের অতিবেগুনী রশ্মি দ্বারা ১৮ বছরের নীচের শিশুদের ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

imageimage

অনন্ত-রাধিকার বিয়ে-বাসর কোথায় হবে জানেন?
কয়েকমাস পরেই অনন্ত-রাধিকার বিয়ের আসর বসবে। সাতপাকে বাঁধা পড়বেন রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানি।

আগামী ১২ জুলাই চার হাত এক হবে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। অনেকেই ধারণা করছেন লন্ডন, আবার কেউ বলছেন দুবাই। আবার কেউ বলছেন দেশের বাইরে নয়; বিয়ের আসর বসবে নিজ শহর মুম্বাইতে। তবে এখনও এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে খবর আসে, রাধিকা এবং অনন্তের বিয়ে লন্ডনের স্টক পার্ক এস্টেটে হবে। সেই বিয়ের আয়োজনরে সবটাই নাকি দেখছেন নীতা আম্বানির মা। জানানো হয়েছিল, তাদের বিয়ের আমন্ত্রণ পত্র নাকি এরই মধ্যে বলিউড তারকাদের পৌঁছে গেছে। লন্ডনে বিয়ে হবে তাদের।

শোনা যাচ্ছে, বিয়ের বিভিন্ন অনুষ্ঠান হবে বিভিন্ন থিমের ওপর ভিত্তি করে। অনুমান করা হচ্ছে শাহরুখ খান, সালমান খান, গোটা বচ্চন পরিবার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি প্রমুখ উপস্থিত থাকবেন। সেই রিপোর্টে বিয়ে লন্ডনে হবে বলে জানানো হলেও, টাইমস নাওয়ের একটি রিপোর্টে আবার জানানো হয় সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আবু ধাবিতে।


চলতি বছরের মার্চে মুকেশ আম্বানি ও নীতা আম্বানি গুজরাটের জামনগরে ছোট ছেলে অনন্ত ও হবু বউমা রাধিকার জন্য তিনদিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলা জামনগরের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোটা বিশ্বের গ্লো**** আইকন, বলিউড এ-লিস্টার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

image

Table Lamp

মাঠা তৈরি করুন মাত্র ৩টি জিনিস দিয়ে
এই গরমে ঠান্ডা পানীয় ছাড়া আমরা ভাবতে পারি না।আর সেটি যদি হয় এক গ্লাস ঠান্ডা মাঠা, তাহলে কী আর কথা থাকে। মাঠার স্বাস্থ্যগুণ অনেক। মাঠা তৈরি হয় টক দই দিয়ে, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। চলুন তবে জেনে নেওয়া যাক ঘরে মাত্র কীভাবে তৈরি করবেন মাঠা—

যা যা লাগবে:

*টক দই ২ কাপ
*লবণ আধা চা-চামচ ও
*লেবুর রস ১ টেবিল চামচ


যেভাবে বানাবেন,
সব উপকরণের সঙ্গে এক কাপ পানি ও কয়েক টুকরো বরফ কুচি একসঙ্গে মিশিয়ে নিন বড় একটি জগে। তারপর নিয়ে হুইস্ক অথবা ডালঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর মাঠা।

image

The Front End Developer/Engineer Handbook 2024 👇👇👇

The Front End Developer/Engineer Handbook 2024 👇👇👇

😉কবিতা নাম: 🥵এত গরম কেন 😆 🥵
____সূর্য মামা রাগ করেছে .....
____গরম দিচ্ছে তাই,....
____বৃষ্টি আপুর বিয়ে হয়েছে......
-----তাই তো তিনি নাই। .......
___বাতাস বাবুর জ্বর হয়েছে....
____ঔষধ আনতে গেছে,.....
___মেঘেও নাকি দাওয়াত খেতে ......
______শশুর বাড়িতে গেছে ।
_______সূর্য মামা রাগ করনা......
_______ঠান্ডা হওনা এবার,......
_____তোমার গরম সহ্য হয়না.....
______কষ্ট হচ্ছে সবার।..

assalamualikum everyone

Corporate Team Headshot Photography..
Issue: Bangladesh Garments Accessories & Packaging Manufacturers & Exporters Association (BGAPMEA) Election

Photographer: Abu Sufian Nilove
Production: NijolCreative Production
Client: ঐক্য পরিষদ

..
#nilovephotography #nijolcreative #nijolcreativephotography #headshotphotography #headshot #nilove #abusufiannilove #sony #canon #bgapmea #ঐক্য_পরিষদ #electioncampaign

image