image

image

image
47 w - Youtube

Sometimes you have to give up for peace

image

ছোট বড়ো সকলের প্রিয় ম্যাঙ্গো আইসক্রিম, বাড়িতেই তৈরি করুন...

আইসক্রিমের উপকরণ:
*২ কাপ লিকুইড দুধ
*১/৪ কাপ গুড়ো দুধ
*১/৪ কাপ কনডেন্সড মিল্ক। /
কনডেন্সড মিল্ক না থাকলে এর পরিবর্তে ব্যবহার করতে পারেন চিনি।
আর লাগবে ম্যাঙ্গো পিউরি।

কীভাবে বানাবেন
স্টেপ ১
একটি পাত্রে কাঁচা দুধ দিয়ে দিন।

স্টেপ ২
এবার একে একে গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক দিয়ে পাত্রটি গ্যাস বসে জাল দিয়ে দুধটা এক কাপ পরিমাণ করে নিন।

স্টেপ ৩
এবার দুধটা গ্যাস থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

স্টেপ ৪
ব্লেন্ডারে এক কাপ ম্যাঙ্গো পিউরি ও দুধটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। দেখবেন ঘন একটি মিশ্রণ তৈরি হয়েছে।

স্টেপ ৫
এবার মিশ্রণটি আইস ক্রিম তৈরির পাত্রে ঢেলে দিন। এবার ওপর দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে কাঠি ঢুকিয়ে দিন।

স্টেপ ৬
ফ্রিজে রেখে দিন ১২ ঘণ্টার জন্য। ম্যাঙ্গো আইস ক্রিম তৈরি হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে ২ মিনিট রেখে দিন। এবার ফয়েল পেপার তুলে নিন। এবার দেখবেন আসতে আসতে আইস ক্রিম আলগা হয়ে এসেছে। আপনার যদি তাড়া থাকে তবে আইস ক্রিমের পাত্রটি ফ্রিজ থেকে বের করার পর একটি পাত্রে জল দিয়ে তার ওপর বসিয়ে দিতে পারেন। বের করে পরিবেশন করুন।

Read More
image

ছোট বড়ো সকলের প্রিয় ম্যাঙ্গো আইসক্রিম, বাড়িতেই তৈরি করুন...

আইসক্রিমের উপকরণ:
*২ কাপ লিকুইড দুধ
*১/৪ কাপ গুড়ো দুধ
*১/৪ কাপ কনডেন্সড মিল্ক। /
কনডেন্সড মিল্ক না থাকলে এর পরিবর্তে ব্যবহার করতে পারেন চিনি।
আর লাগবে ম্যাঙ্গো পিউরি।

কীভাবে বানাবেন
স্টেপ ১
একটি পাত্রে কাঁচা দুধ দিয়ে দিন।

স্টেপ ২
এবার একে একে গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক দিয়ে পাত্রটি গ্যাস বসে জাল দিয়ে দুধটা এক কাপ পরিমাণ করে নিন।

স্টেপ ৩
এবার দুধটা গ্যাস থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

স্টেপ ৪
ব্লেন্ডারে এক কাপ ম্যাঙ্গো পিউরি ও দুধটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। দেখবেন ঘন একটি মিশ্রণ তৈরি হয়েছে।

স্টেপ ৫
এবার মিশ্রণটি আইস ক্রিম তৈরির পাত্রে ঢেলে দিন। এবার ওপর দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে কাঠি ঢুকিয়ে দিন।

স্টেপ ৬
ফ্রিজে রেখে দিন ১২ ঘণ্টার জন্য। ম্যাঙ্গো আইস ক্রিম তৈরি হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে ২ মিনিট রেখে দিন। এবার ফয়েল পেপার তুলে নিন। এবার দেখবেন আসতে আসতে আইস ক্রিম আলগা হয়ে এসেছে। আপনার যদি তাড়া থাকে তবে আইস ক্রিমের পাত্রটি ফ্রিজ থেকে বের করার পর একটি পাত্রে জল দিয়ে তার ওপর বসিয়ে দিতে পারেন। বের করে পরিবেশন করুন।

Read More
image

ছোট বড়ো সকলের প্রিয় ম্যাঙ্গো আইসক্রিম, বাড়িতেই তৈরি করুন...

আইসক্রিমের উপকরণ:
*২ কাপ লিকুইড দুধ
*১/৪ কাপ গুড়ো দুধ
*১/৪ কাপ কনডেন্সড মিল্ক। /
কনডেন্সড মিল্ক না থাকলে এর পরিবর্তে ব্যবহার করতে পারেন চিনি।
আর লাগবে ম্যাঙ্গো পিউরি।

কীভাবে বানাবেন
স্টেপ ১
একটি পাত্রে কাঁচা দুধ দিয়ে দিন।

স্টেপ ২
এবার একে একে গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক দিয়ে পাত্রটি গ্যাস বসে জাল দিয়ে দুধটা এক কাপ পরিমাণ করে নিন।

স্টেপ ৩
এবার দুধটা গ্যাস থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

স্টেপ ৪
ব্লেন্ডারে এক কাপ ম্যাঙ্গো পিউরি ও দুধটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। দেখবেন ঘন একটি মিশ্রণ তৈরি হয়েছে।

স্টেপ ৫
এবার মিশ্রণটি আইস ক্রিম তৈরির পাত্রে ঢেলে দিন। এবার ওপর দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে কাঠি ঢুকিয়ে দিন।

স্টেপ ৬
ফ্রিজে রেখে দিন ১২ ঘণ্টার জন্য। ম্যাঙ্গো আইস ক্রিম তৈরি হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে ২ মিনিট রেখে দিন। এবার ফয়েল পেপার তুলে নিন। এবার দেখবেন আসতে আসতে আইস ক্রিম আলগা হয়ে এসেছে। আপনার যদি তাড়া থাকে তবে আইস ক্রিমের পাত্রটি ফ্রিজ থেকে বের করার পর একটি পাত্রে জল দিয়ে তার ওপর বসিয়ে দিতে পারেন। বের করে পরিবেশন করুন।

Read More
imageimage

image

ম্যাগাজিন হোল্ডার:

রে অনেক সময় বই,ম্যাগাজিন ছড়িয়ে থাকে।যা দেখতে যেমন ভাল লাগে না,তেমন ঘরের সৌন্দর্য নষ্ট করে।ম্যাগাজিন হোল্ডারে বই এবং ম্যাগাজিন দুটিই গুছিয়ে রাখা যাবে।তাহলে কীভাবে তৈরি করতে হয় জেনে নেয়া যাক।

যা যা লাগবে:

*এন্টি কাটার
*টেপ
*কাগজ বক্স(দুধ বা কর্ণফ্লেক্সের বক্স)
*মোটা কালার পেপার

পদ্ধতি:

১. প্রথমে কাগজ বক্সের উপরের অংশ কেটে নেই।

২.এবার উপর থেকে মাঝ বরাবর কেটে নেই,ঠিক এভাবে।

৩.এবার কালার পেপার দিয়ে টেপের মাধ্যমে সম্পূর্ণ কাগজ বক্স আবৃত করি।

৪.এখন ইচ্ছা মত বিভিন্ন বই ও ম্যাগাজিন রাখা যাবে।


এখন পছন্দ মত তৈরি করুন ম্যাগাজিন হোল্ডার।

Read More
image