Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
#সুলতানপুর থেকে সান্তাহার: জংশন স্টেশনের অন্য রূপ!
হার্ডিঞ্জ ব্রিজ ১৯১৫ সালে চালু হয়। সান্তাহার–পার্বতীপুর রেললাইনকে ১৯২৪ সালে ব্রডগেজে রূপান্তর করা হয়।
শুরুর দিকে স্টেশনটির নাম ছিল সুলতানপুর থাকলেও ১৯৪৭ সাল থেকে সুলতানপুর বদলে এটি সান্তাহার নামে বেশি পরিচিত হয়ে উঠে।
কথিত আছে, সান্তাহার রেলওয়ে জংশনের কাছাকাছি সাঁতাহার নামক স্থান থেকেই এ নামের উৎপত্তি।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত সান্তাহার রেলওয়ে স্টেশন একটি জংশন স্টেশন।বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ জংশন স্টেশন দিয়ে প্রতিদিন কয়েকশ যাত্রী চলাচল করেন।এ স্টেশন দিয়ে দৈনিক যাত্রী ও পণ্যবাহী প্রায় ৩০টি ট্রেন চলাচল করে।
বাংলাদেশের বৃহত্তম রেলইয়ার্ডটিও সান্তাহার জংশন স্টেশনে অবস্থিত।
#মেকআপ দীর্ঘস্থায়ী করতে চান?
সাজগোজ করতে সাধারণত মেয়েরা বেশ পছন্দও করেন। কিন্তু মেকআপ বেশি সময় ধরে রাখার জন্য কী কী করা উচিত, কী কী ব্যবহার করলে ১২ ঘণ্টা পরও মেকআপ থাকবে একদম পারফেক্ট, তার জন্য কিছু ট্রিকস রয়েছে।
রোদে ঘামে চোখের কাজল লেবড়ে একসা, লাচ্ছি খেতে গিয়ে লিপস্টিকের অর্ধেকটা উধাও, দুপুর গড়াতে না গড়াতেই ফাউন্ডেশনের ছিটেফোঁটাও আর বোঝা যাচ্ছে না, সব মিলিয়ে সে এক যাচ্ছেতাই ব্যাপার! টারআপের জন্য সঙ্গে মেকআপের জিনিসপত্র নেওয়া হয়নি। নিদেনপক্ষে ব্যাগে রয়েছে কাজল আর লিপবাম। কিন্তু অনুষ্ঠানে থাকতে হবে টিপটপ। এদিকে মেকআপ গিয়েছে নষ্ট হয়ে।
মেকআপকে দীর্ঘায়িত করতে ও সারাদিন প্রাণবন্ত, চকচকে ও ত্রুটিহীন রাখতে কয়েকটি সহজ হ্যাকস দেওয়া রইল,জেনে নিন একনজরে…
১.টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন-
প্রথমে ত্বক পরিস্কার করে এক্সফোলিয়েট করুন। তারপর টোনার ব্যবহার করুন। তাতে ত্বক উজ্জ্বল মসৃণ দেখায়। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না যেন। পর্যাপ্ত পরিমাণে হাইড্রেটেড রাখতে এই পদ্ধতি ফলো করা আবশ্যিক। আপনার ত্বকের ধরণের উপর ভিত্তি করে একটি ময়েশ্চারাইজার কিনুন এবং এটি তেল-মুক্ত কিনা তা দেখে নিন। মেকআপ প্রয়োগ করার আগে আপনার ত্বক প্রস্তুত করতে সাহায্য করে।
২.প্রাইমার ব্যবহার করুন –
ত্বকে ময়েশ্চারাইজ়ার লাগানোর পর সরাসরি ফাউন্ডেশন না লাগিয়ে প্রথমে প্রাইমার লাগান। একটি ভাল মানের প্রাইমার ত্বকের টোনকে সমান করে এবং যেকোনো অপূর্ণতা দূর করে। একটি দীর্ঘস্থায়ী মেকআপ লুক পেতে প্রাইমার প্রয়োগ করা হল মূল উপকরণ । তাতে একদিকে মেকআপ দেখতে যেমন উজ্জ্বল লাগবে, তেমনি থাকবেও অনেকক্ষণ। আই প্রাইমার, জলভিত্তক ও তেলমুক্ত প্রাইমার ব্যবহার করুন।
৩.ভাল ফাউন্ডেশন বেছে নিন-
বাছাই করার কথা আসছে কারণ ফাউন্ডেশন লাগানোর আগে তার ধরনটা আপনাকে জেনে নিতে হবে। ফাউন্ডেশনের ধরন প্রাইমারের ধরনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়াটা জরুরি। অর্থাৎ যদি আপনি অয়েল বেসড প্রাইমার লাগিয়ে থাকেন, তা হলে অয়েল বেসড ফাউন্ডেশনই লাগান। প্রাইমার ওয়াটার বেসড হলে ফাউন্ডেশনও তেমনই হওয়া দরকার। প্রিমিয়াম এবং হালকা ওজনের তেল-মুক্ত ফাউন্ডেশন ব্যবহার করাই শ্রেয়। উলটোটা হলে তেলে জলে যেমন মিশ খায় না, আপনার প্রাইমার আর ফাউন্ডেশনও মিশ খাবে না! হালকা প্রলেপে ফাউন্ডেশন লাগান। আপনার ত্বককে একটি মসৃণ টেক্সচার দেয় এবং মেকআপ দীর্ঘস্থায়ী হয়।
৪.ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করুন-
ভালমানের ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাস্কারা ব্যবহার করলে চোখের মেকআপ দীর্ঘক্ষণ বজায় থাকে। আইলাইনার এবং মাস্কারা ব্যবহার করার সময় আই ক্রিম প্রয়োগ করা এড়িয়ে চলুন।
৫.ভাল কমপ্যাক্ট বা পাউডার ব্যবহার করুন-
ফাউন্ডেশনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই কমপ্য়াক্ট বা পাউডার অত্যন্ত আবশ্যিক। এতে ত্বককে আরও সুন্দর দেখায়ষ পাশাপাশি ত্বকের টেক্সচার ও ধরন দখে কলসিলার শেড বেছে নিন। তাতে সামান্য পাউডার দিয়ে আলতো করে সেট করে নিন।
৬.সেটিং স্প্রে দিয়ে সেট করুন-
মেক-আপ প্রয়োগ করার পরে, এটি একটি মেকআপ সেটিং স্প্রে দিয়ে সেট করতে ভুলবেন না। সেটিং স্প্রে চূড়ান্ত টাচ-আপ হিসাবে কাজ করে এবং আপনার মেকআপকে যথাস্থানে রাখতে সাহায্য করে। ত্বককে উজ্জ্বল করে এবং আপনার ত্বকের মেকআপ কে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য় করে।
এলিফ্যান্ট রোডে ১০ তলা ভবনে আগুন
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
এলিফ্যান্ট রোডে ১০ তলা ভবনে আগুন
প্রতীকী ছবি
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক জানান, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এরমধ্যে ফায়ার সার্ভিস পৌঁছে কাজ শুরু করে। তবে, আগুনের ভয়াবহতা কম।
তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো,
তোমার যেটুকু আছে তাই ব্যাবহার করো আর যেটুকু পারো, সেটাই করো।
#inspire #motivation #dailydose