#"ইলন মাস্কের হাতে জিমেইলের যুগ শেষ"
#gmail বনাম XMail: নতুন মেইল পরিষেবা আনছেন ইলন মাস্ক.
জিমেলের আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে এক্সমেল?
এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় মেইল সার্ভিস রয়েছে গুগলের। সেই মেইল সার্ভিসের নাম জিমেইল। জিমেইল ছাড়াও এ রকম অনেক প্রযুক্তি সংস্থা রয়েছে, যারা এই সার্ভিস দিয়ে থাকে। এ রকমই মেইল পরিষেবা চালু করতে চাইছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। যার নাম হতে পারে এক্স-মেইল। এক্স সোশ্যাল মিডিয়া সংস্থার সিকিউরিটি ইঞ্জিনিয়ারও এই মেইল সার্ভিসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মাস্ককে প্রশ্ন করেন কবে থেকে শুরু হবে এক্সমেইল । এর উত্তরে মাস্ক জানান, শীঘ্রই এই পরিষেবা আসছে। যদিও নতুন এই মেইল সার্ভিসের বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানাননি মাস্ক। তবে তা নিয়ে জল্পনা থেমে থাকেনি।
কিন্তু ফোর্বসের মতে, X শব্দটি ইতিমধ্যে কমপক্ষে তিনটি অন্যান্য মেইল পরিষেবার সাথে ব্যবহার করা হচ্ছে। যদি মাস্ক এমন একটি নতুন পরিষেবার পরিকল্পনা করে থাকেন, তবে তিনি ইতিমধ্যেই এটিকে বিবেচনায় নিয়েছেন এবং তার কাছে যে পরিমাণ অর্থ আছে তাতে মাস্ক XMail নামটি ব্যবহার করার অধিকার কিনতে সক্ষম হবেন।
যদিও XMail সম্পর্কে কিছুই নিশ্চিত করা হয়নি, বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত বেশ কয়েকটি বার্তা প্রস্তাব করে যে এটি বিদ্যমান মেইল পরিষেবাগুলি থেকে একটি আপগ্রেডেড ভার্সন হবে। ব্যবহারকারীরা দাবি করেন যে XMail আরও ভাল গোপনীয়তা, দ্রুত ডেলিভারি এবং একটি মিনিমালিস্ট ডিজাইনের প্রতিশ্রুতি দেবে। তবে মাস্ক-কে এই দাবিগুলি নিশ্চিত করতে হবে। মাস্ক ইতিমধ্যেই অনলাইন পেমেন্ট এবং ভিডিও কলের মতো অন্যান্য বৈশিষ্ট্যগুলির বিকাশে ব্যস্ত।
মাস্কের মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে যখন ভাইরাল হওয়া একটি বার্তা দাবি করেছে যে, Google ১লা আগস্ট থেকে Gmail পরিষেবা বন্ধ করার পরিকল্পনা করছে। যদিও এই দাবি সত্য নয়। জিমেইল সাফ জানিয়ে দিয়েছে, তাদের পরিষেবা অক্ষুণ্ণ থাকছে।

image
Md Raihan Hossain changed his profile cover
1 y

image

#বাংলাদেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার: মেঘনা ক্লাউডের কার্যক্রম শুরু
বাংলাদেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার - মেঘনা ক্লাউড - এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে জেননেক্সট টেকনোলজিস লিমিটেড, একটি নেতৃস্থানীয় আইসিটি কোম্পানি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে।
প্ল্যাটফর্মটি সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং সরঞ্জাম এবং সংশ্লিষ্ট সফ্টওয়্যার প্রযুক্তি সহ ক্লাউড পরিষেবা পরিকাঠামো প্রদান করবে। এর মাধ্যমে দেশের তথ্য-উপাত্ত দেশে রেখে সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠানকে সেবা দেওয়া সম্ভব হবে। এই পদক্ষেপটি ক্লাউড প্রযুক্তি ক্রয় এবং ব্যবহার করার জন্য বার্ষিক প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার ব্যয় সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে। মাত্র এক বছরের মধ্যে, ক্লাউড প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২২-এ, জেননেক্সট মেঘনা ক্লাউডের জন্য বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) এর সাথে একটি যৌথ উদ্যোগের চুক্তি করে। চুক্তির আওতায় জেননেক্সট মেঘনা ক্লাউড নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিডিসিসিএলের সাথে সরকারি ও বেসরকারি খাতে ক্লাউড সেবা বিক্রয় ও বিপণন নিশ্চিত করবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই 'মেড ইন বাংলাদেশ ক্লাউড' সরকারি ও বেসরকারি খাতের কৌশলগত অংশীদারিত্বের একটি চমৎকার উদাহরণ। এই উদ্যোগের মাধ্যমে দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারে এবং আরও তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। ৮ ফেব্রুয়ারি, ২০২৪-এ গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে মেঘনা ক্লাউড ডেটা সেন্টার পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। পরিদর্শনকালে জেননেক্সট টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী এবং জেননেক্সট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলাভী আজফার চৌধুরী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং আইসিটি সচিব মোঃ সামসুল আরেফিনকে ক্লাউড সেন্টারের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জেননেক্সট ক্লাউড প্ল্যাটফর্ম সেট করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে এবং এটি পরিচালনা করার জন্য একটি দক্ষ কর্মী বাহিনী তৈরি করেছে। জেননেক্সট টেকনোলজিসের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন “মেঘনা ক্লাউড স্মার্ট বাংলাদেশ পদক্ষেপকে এগিয়ে নিতে সহায়তা করবে। আমরা সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও স্থাপন করছি। এই উদ্যোগ প্রতি বছর প্রায় ৫০০০ শিক্ষার্থীকে ক্লাউড সম্পর্কিত প্রযুক্তির প্রশিক্ষণ দেবে। ” জেননেক্সট টেকনোলজিসের ভাইস চেয়ারম্যান জাভেদ অপগেনহেপেন বলেন, কোম্পানিটি এই প্রকল্পের জন্য আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। তিনি বলেন, "আমরা দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে সরকারের সাথে যৌথভাবে কাজ করতে চাই। এই ক্লাউড প্ল্যাটফর্মটি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।" তিনি আরও বলেন যে ডেটা সেন্টারটি অন্যান্য দেশ থেকে ক্লাউড প্রযুক্তি ক্রয় এবং ব্যবহারের জন্য ব্যয় করা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সহায়তা করবে কারণ এখন বাংলাদেশের আর শুধু বিদেশী ডেটা স্টোরেজ সুবিধার উপর নির্ভর করার প্রয়োজন হবে না। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বেশির ভাগ ডেটা আসে সিঙ্গাপুর সার্ভারের মাধ্যমে। এটি দুই-স্তরের চ্যালেঞ্জ তৈরি করে। প্রথমত, বর্তমান ব্যবস্থায় সিঙ্গাপুর সরকারের এই সকল ডেটায় অ্যাক্সেস থাকে। সুতরাং, কোনো সংবেদনশীল তথ্য পুনরুদ্ধার করা কঠিন হবে। দ্বিতীয়ত, ডেটা স্থানান্তরের খরচ বেশি হয় কারণ এটিকে বেশ দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হয় যা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে স্থানান্তর করতে প্রায় ৬০ মিলি সেকেন্ড লাগে। যদি ডেটা সেন্টারগুলি দেশের সীমানার মধ্যে থাকে তবে এটি এই দুটি সমস্যাকে নিরসন করবে। জেননেক্সট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক আলাভী আজফার চৌধুরী বলেন "মেঘনা ক্লাউড এমন একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম তৈরি করার আশা করছে যা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে।

image
Abulkalam Azad changed his profile picture
1 y

image
Md Raihan Hossain changed his profile picture
1 y

image

#ওরিগ্যানো এই’ মশলা ছাড়া জমে না পিৎজা,কিন্তু কোলেস্টেরলের যম! এই মসলা জাতীয় হার্বটি
প্রকৃতির সম্ভারে কী নেই, লুকিয়ে রয়েছে সব কিছুই৷ লুকিয়ে রয়েছে মহৌষধি৷ তাই, এই আধুনিক সময়ে দাঁড়িয়েও আমরা বারবার ফিরে যাই সেই প্রকৃতিরই কাছে, নিজেদের ক্ষত, নিজেদের রোগের উপশমের জন্য৷
জিরে, ধনে, মৌরী, ছোট এলাচ, দারচিনির মতো মশলা, এমনকি, পেঁয়াজ, রসুন, আদার মতো আনাজও আমাদের নানা রোগের মোক্ষম ঘরোয়া টোটকা৷ কিন্তু, এই আজ এমন একটি মশলার উপকারিতা নিয়ে কথা বলব, যাকে সাধারণ ভাবে বিদেশি হিসাবে ধরা হয়৷ তবে এখন এদেশেও তার ব্যবহার প্রচুর৷
উপকারিতা-
শরীর সুস্থ রাখতে যে কোনও মানুষকে ফাস্ট ফুড খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা৷ তেমনই এক ফাস্ট ফুড পিৎজার স্বাদ শতগুণে বাড়িয়ে দেয় এই মশলা৷ নাম আপনার আমার সকলেরই চেনা৷ সেই মশলার নাম ওরিগ্যানো৷ জানেন আসলে, এই ওরিগ্যানো হল পৃথিবীর সবচেয়ে সস্তা অ্যান্টিবায়োটিক৷

চিকিৎসক স্মিতা বারোদ জানাচ্ছেন, Oregano Lamiaceae মিন্ট ফ্যামিলির এক ধরনের গাছ৷ এটি ভূমধ্যসাগর ও ইউরেশিয়ার পাহাড়ি অঞ্চলে জন্মায়৷ মাত্র কয়েক ইঞ্চি লম্বা গাছে ফোটে গোলাপি, বেগুনি বা সাদা রঙের ফুল ৷

#oregano ভিটামিন এ, সি, ই, কে, এবং ভিটামিন বি কমপ্লেক্সের সম্ভার৷ ভারতে সর্দি এবং কাশি রোধে ব্যবহার হয় রসুন। কিন্তু এই রসুন বা লেবুর চেয়ে ৩০ গুণ বেশি ভিটামিন ও মিনারেল পাওয়া যায় ওরিগ্যানোতে।

এছাড়া, গ্রিন টি-র থেকেও ৩৭ গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ওরিগ্যানোয়। ঠিক নিয়ম মেনে বিশেষ পদ্ধতি ওরিগ্যানোর সেবনে বহু মারাত্মক রোগ সেরে যেতে পারে। এর মধ্যে রয়েছে ক্যানসার রোধী উপাদানও।

ওরিগ্যানো হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে কার্যকরী৷ যা মানুষের গ্যাস্ট্রাইটিস রোগ সৃষ্টির জন্য দায়ী। ওরিগ্যানো মানুষের অন্ত্রে সংক্রমণ সৃষ্টিকারী পরজীবীর বিরুদ্ধে কাজ করতে পারে। এনসেফালাইটিস ভাইরাসের বিরুদ্ধেও কার্যকর এই মশলা৷ ওরিগ্যানোয় থাকা অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্যও সর্বজনবিদিত৷

গবেষণায় দেখা গিয়েছে, ওরিগ্যানোয় উপস্থিত বায়োঅ্যাকটিভ উপাদান, যেমন কারভাক্রোল এবং গামা-টেরপিনিন রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে কার্যকর হতে পারে। অরিগানোয় থাকা থাইমল এবং কারভাক্রোল মেলানোমা (স্কিন ক্যান্সার) কোষ দূর করতে সাহায্য করতে পারে বলে পরীক্ষায় প্রমাণ পাওয়া গিয়েছে।

ওরিগ্যানোকে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক৷ তবে এটি খাওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। এটি খাওয়ার জন্য, একটি পাত্রে এক চামচ ওরেগানো নিন এবং তাতে ৩০০ মিলি ফুটন্ত জল যোগ করুন। তারপর মিনিট ১৫ এটি ভিজতে দিন। তারপরে তাতে লেবুর রস যোগ করে পান করুন।

পরামর্শঃ-
ওরিগ্যানো বা অন্য যে কোনও ভেষজ জিনিস পরিপূরক হিসাবে গ্রহণ করার আগে অবশ্যই একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তারের সাথে পরামর্শ করুন। একজন যোগ্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও আয়ুর্বেদিক/ভেষজ জিনিস দিয়ে আধুনিক ওষুধের চলমান চিকিৎসা বন্ধ বা প্রতিস্থাপন করবেন না।

image

Coming Soon......................

image

#beauty Tips
#ধুলাবালি থেকে যেভাবে ত্বককে রক্ষা করবেন-
আপনি হয়তো কেবল কয়েক মিনিট পথে থাকছেন, এরপর পৌঁছে যাচ্ছেন গন্তব্যে, তার ভেতরেই কিন্তু ধুলা সেঁটে যেতে পারে আপনার ত্বকে। ঘরের বাইরে তো বটেই, ঘরের ভেতরেও কিন্তু ধুলার যন্ত্রণা থেকে পুরোপুরি রেহাই মিলছে না। বাতাসে ভেসে অন্দরেও পৌঁছে যায় ধুলা। এটি আসলে এ মৌসুমের চিরপরিচিত দৃশ্য।

লোমকূপে ধুলা আটকে থাকলে জীবাণুর সংক্রমণের ঝুঁকি বাড়ে, দেখা দেয় ব্রণের মতো সমস্যা। ধূলিধূসর ত্বক অনুজ্জ্বল হয়ে পড়ে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, ধুলায় আমাদের শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই ঘরের বাইরে গেলেই পরতে হবে মাস্ক। সুস্থ থাকতে সঠিক নিয়মে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। মাস্ক কিন্তু একই সঙ্গে ত্বকের সুরক্ষার কাজেও আসবে। ঘরে বা বাইরে যেখানেই থাকুন না কেন, সারা দিনে চার-পাঁচবার মুখ ধোয়া আবশ্যক।

মুখ পরিষ্কার রাখতে -
সারা দিনে দু-তিনবার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। বাকি সময় কেবল পানি দিয়ে মুখ ধুলেই চলবে। তবে এই চার-পাঁচবারের মাঝে একটি বার ডাবল ক্লিনজিং পদ্ধতি অবলম্বন করা উচিত। অন্যান্য সময়ের চেয়ে রাতে ডাবল ক্লিনজিং করা বেশি ভালো। তাতে সারা দিনের ধুলাময়লা সহজেই পরিষ্কার হয়ে যায়। ডাবল ক্লিনজিং পদ্ধতিতে প্রথমে তেল আছে, এমন পরিষ্কারক দিয়ে মুখ মালিশ করতে হয়, এরপর মুখে পানি না লাগিয়ে মুছে ফেলতে হবে। ফোম বেজড কিংবা জেলভিত্তিক পরিষ্কারক দিয়ে এরপর মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলতে পারেন।
প্রতিবার মুখ ধোয়ার পর বিশুদ্ধ গোলাপজলের সঙ্গে সামান্য পানি নিয়ে তুলার বল বা প্যাডের সহায়তায় মুখে মালিশ করে নিন। এতে মুখে কোনো ময়লা জমে থাকবে না, আবার তামাটে ভাবও কমে যাবে। এই পদ্ধতি প্রয়োগ করতে না চাইলে মুখ ধোয়ার পর অবশ্যই কোনো টোনার ব্যবহার করুন। ঘরের বাইরে গেলে মুখ ধোয়ার আগে এবং অন্য যেকোনো সময় ভেজা টিস্যু দিয়ে মুখ মুছে নেওয়া ভালো।

প্রসাধনী প্রয়োগে -

বাইরে বের হওয়ার সময় যদি আপনি কেবল ক্রিমজাতীয় প্রসাধনী ব্যবহার করেন, তাহলে কিন্তু ত্বকে ধুলা বেশি আটকাবে। তাই পাউডার–জাতীয় প্রসাধন বেছে নিন এই সময়ের জন্য। ফেসপাউডার বা কমপ্যাক্ট পাউডারের মতো প্রসাধন যোগ করে নিন অন্যান্য মেকআপ সামগ্রীর পাশাপাশি। রোদের থেকে সুরক্ষা পাওয়ার জন্য যেসব প্রসাধন ব্যবহার করা হয়, সেগুলোর ক্ষেত্রেও একই কথা। সানস্ক্রিন পাউডার বেছে নিন, কিংবা এমন কোনো তরল সানস্ক্রিন সামগ্রী বেছে নিন, যা ত্বকে প্রয়োগের পরপরই ত্বকে মিশে যায়। মূল ব্যাপার হলো, বাইরে যাওয়ার সময় যাতে আপনার ত্বক চিটচিটে হয়ে না থাকে।

ঘরে ফিরেই ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন

সুস্থ থাকতে এমন নানা সু-অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিলেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

image
Md Shakhawat Hossain changed his profile cover
1 y

image

#পুনরায় সচল ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম
আবারও সচল হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। আজ মঙ্গলবার রাত নয়টার পর থেকে হঠাৎই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যা দেখা দেয়। এমনকি যাঁরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে লগইন অবস্থায় ছিলেন, তাঁরাও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায় ।
পুণ্তনরায় সাড়ে ১০টার দিকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুক সচল হয়। রাত ১০টা ৫০ মিনিটে মেসেঞ্জার চালু হয়। রাত ১১টা থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করা সম্ভব হয়েছে।

image