image

#ঘরের সৌন্দর্য বাড়াতে কালারফুল ট্রি
আমাদের ঘরকে চমৎকার করে তুলতে আমরা বাজার থেকে কত রকমের শোপিস কিনি। অথচ সামান্য কিছু জিনিস দিয়ে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি ঘর সাজানোর জন্য কালারফুল ট্রি। কি অবাক হচ্ছেন তো? না, অবাক হওয়ার কিছু নেই। আজকেই আমরা শিখে যাবো কীভাবে অল্প কিছু জিনিস দিয়েই তৈরি করতে পারব ঘর সাজানোর জন্য কালারফুল ট্রি।
কালারফুল ট্রি তৈরিতে যা যা লাগছে:

১। স্ক্রেপবুক পেপার বা যে কোনো ধরনের কালারফুল পেপার। এজন্য আপনার কাছে যদি কালারফুল কোনো ক্যালেন্ডার থাকে তাতেও হবে।

২। থাই তার বা GI তার (ব্লক বাটিকের দোকানগুলোতে পেয়ে যাবেন) অথবা ক্র্যাফট সাপ্লাই ওয়্যার (অনলাইনে পেয়ে যাবেন)।

৩। গাছের শুকনো ডাল।

৪। ফুলদানি।

পদ্ধতি:

১। যেসব কালারফুল পেপার দিয়ে আপনি ট্রি বানাবেন তা একসাথে নিন।
২। ক্রাফট ওয়্যার গুলো পছন্দনুযায়ী বিভিন্ন দৈর্ঘ্যে কেটে নিন। আমি কাঁটার জন্য পুরোনো নেইল কাঁটার ব্যবহার করেছি।
৩। এখন কালারফুল পেপার থেকে নিজের পছন্দমত শেইপে দুইটা পাতা কেটে নিয়ে তার মাঝে তার রেখে গ্লু দিয়ে আটকে দিন। পেপার কাঁটার সময় সব এক শেইপে কাটার জন্য আগে আমি একটি মোটা কার্ডবোর্ড নির্দিষ্ট শেইপে কেটে সেটা পেপারের উপর রেখে চারপাশে পেন্সিলের দাগ দিই। তারপর কাঁচি দিয়ে কেটে নিই।
৪। তারপর পাতা নিয়ে শুকনো ডালে পেঁচিয়ে নিন। এখানে কোনো নিয়ম নেই। যেভাবে ভালো লাগে সেভাবেই ডালে পাতাগুলো সেট করে নিন। একভাবে ভালো না হলে ছুটিয়ে আবার অন্যভাবে করুন।

সবগুলো ডাল একসাথে ফুলদানিতে রাখুন। হয়ে গেলো আপনার কালারফুল ট্রি।
দেখুন আপনার ঘরের সৌন্দর্য কতটা বেড়ে গেছে।

Read More
image

#ঘরের সৌন্দর্য বাড়াতে কালারফুল ট্রি
আমাদের ঘরকে চমৎকার করে তুলতে আমরা বাজার থেকে কত রকমের শোপিস কিনি। অথচ সামান্য কিছু জিনিস দিয়ে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি ঘর সাজানোর জন্য কালারফুল ট্রি। কি অবাক হচ্ছেন তো? না, অবাক হওয়ার কিছু নেই। আজকেই আমরা শিখে যাবো কীভাবে অল্প কিছু জিনিস দিয়েই তৈরি করতে পারব ঘর সাজানোর জন্য কালারফুল ট্রি।
কালারফুল ট্রি তৈরিতে যা যা লাগছে:

১। স্ক্রেপবুক পেপার বা যে কোনো ধরনের কালারফুল পেপার। এজন্য আপনার কাছে যদি কালারফুল কোনো ক্যালেন্ডার থাকে তাতেও হবে।

২। থাই তার বা GI তার (ব্লক বাটিকের দোকানগুলোতে পেয়ে যাবেন) অথবা ক্র্যাফট সাপ্লাই ওয়্যার (অনলাইনে পেয়ে যাবেন)।

৩। গাছের শুকনো ডাল।

৪। ফুলদানি।

পদ্ধতি:

১। যেসব কালারফুল পেপার দিয়ে আপনি ট্রি বানাবেন তা একসাথে নিন।
২। ক্রাফট ওয়্যার গুলো পছন্দনুযায়ী বিভিন্ন দৈর্ঘ্যে কেটে নিন। আমি কাঁটার জন্য পুরোনো নেইল কাঁটার ব্যবহার করেছি।
৩। এখন কালারফুল পেপার থেকে নিজের পছন্দমত শেইপে দুইটা পাতা কেটে নিয়ে তার মাঝে তার রেখে গ্লু দিয়ে আটকে দিন। পেপার কাঁটার সময় সব এক শেইপে কাটার জন্য আগে আমি একটি মোটা কার্ডবোর্ড নির্দিষ্ট শেইপে কেটে সেটা পেপারের উপর রেখে চারপাশে পেন্সিলের দাগ দিই। তারপর কাঁচি দিয়ে কেটে নিই।
৪। তারপর পাতা নিয়ে শুকনো ডালে পেঁচিয়ে নিন। এখানে কোনো নিয়ম নেই। যেভাবে ভালো লাগে সেভাবেই ডালে পাতাগুলো সেট করে নিন। একভাবে ভালো না হলে ছুটিয়ে আবার অন্যভাবে করুন।

সবগুলো ডাল একসাথে ফুলদানিতে রাখুন। হয়ে গেলো আপনার কালারফুল ট্রি।
দেখুন আপনার ঘরের সৌন্দর্য কতটা বেড়ে গেছে।

Read More
image

#ঘরের সৌন্দর্য বাড়াতে কালারফুল ট্রি
আমাদের ঘরকে চমৎকার করে তুলতে আমরা বাজার থেকে কত রকমের শোপিস কিনি। অথচ সামান্য কিছু জিনিস দিয়ে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি ঘর সাজানোর জন্য কালারফুল ট্রি। কি অবাক হচ্ছেন তো? না, অবাক হওয়ার কিছু নেই। আজকেই আমরা শিখে যাবো কীভাবে অল্প কিছু জিনিস দিয়েই তৈরি করতে পারব ঘর সাজানোর জন্য কালারফুল ট্রি।
কালারফুল ট্রি তৈরিতে যা যা লাগছে:

১। স্ক্রেপবুক পেপার বা যে কোনো ধরনের কালারফুল পেপার। এজন্য আপনার কাছে যদি কালারফুল কোনো ক্যালেন্ডার থাকে তাতেও হবে।

২। থাই তার বা GI তার (ব্লক বাটিকের দোকানগুলোতে পেয়ে যাবেন) অথবা ক্র্যাফট সাপ্লাই ওয়্যার (অনলাইনে পেয়ে যাবেন)।

৩। গাছের শুকনো ডাল।

৪। ফুলদানি।

পদ্ধতি:

১। যেসব কালারফুল পেপার দিয়ে আপনি ট্রি বানাবেন তা একসাথে নিন।
২। ক্রাফট ওয়্যার গুলো পছন্দনুযায়ী বিভিন্ন দৈর্ঘ্যে কেটে নিন। আমি কাঁটার জন্য পুরোনো নেইল কাঁটার ব্যবহার করেছি।
৩। এখন কালারফুল পেপার থেকে নিজের পছন্দমত শেইপে দুইটা পাতা কেটে নিয়ে তার মাঝে তার রেখে গ্লু দিয়ে আটকে দিন। পেপার কাঁটার সময় সব এক শেইপে কাটার জন্য আগে আমি একটি মোটা কার্ডবোর্ড নির্দিষ্ট শেইপে কেটে সেটা পেপারের উপর রেখে চারপাশে পেন্সিলের দাগ দিই। তারপর কাঁচি দিয়ে কেটে নিই।
৪। তারপর পাতা নিয়ে শুকনো ডালে পেঁচিয়ে নিন। এখানে কোনো নিয়ম নেই। যেভাবে ভালো লাগে সেভাবেই ডালে পাতাগুলো সেট করে নিন। একভাবে ভালো না হলে ছুটিয়ে আবার অন্যভাবে করুন।

সবগুলো ডাল একসাথে ফুলদানিতে রাখুন। হয়ে গেলো আপনার কালারফুল ট্রি।
দেখুন আপনার ঘরের সৌন্দর্য কতটা বেড়ে গেছে।

Read More
imageimage
LolonaXYZ added new product for sell.
51 w
image

0 Reviews
In stock· New

Cotton Saree Code SC-4158

৳1.850.00 (BDT)

শাড়ি লম্বা ১৩.৫ হাত রানিং ব্লাউজ পিস

আধুনিক ও রুচিশীল ডিজাইন।

#ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার আইডিয়া!
আমাদের অনেকেরই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায়ই থাকে এমন একটি খাবার ডিম। খাওয়া শেষে ডিমের খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। অনেকে আবার এই খোসা দিয়ে গাছের জন্য সার তৈরি করেন। আপনি কি জানেন ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর জন্য দারুণ কিছু আইটেম তৈরি করা যায়? চলুন আজকে এমনই কিছু নান্দনিক জিনিস বানানো শিখে নেই।
ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর আইডিয়া

১)ডিমের খোসা দিয়ে টিউলিপ ফুল-

টিউলিপ ফুল দেখতে বেশ সুন্দর লাগে, তাই না? কিন্তু সব সময় ফুলটি কালেক্ট করা সম্ভব হয় না। তাই বলে কি এই ফুল দিয়ে ঘর সাজানো অধরা থেকে যাবে? একদম নয়! ডিমের খোসা দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় টিউলিপ ফুল। চলুন এটি বানানোর প্রসেসটি জেনে নেই-

যা যা লাগবে-
ডিমের আস্ত খোসা (যে কয়টি ফুল আপনি বানাতে চান)
কাগজ
এক্রেলিক বা ফেব্রিক কালার
আঠা/হট গ্লু
কেঁচি
স্প্রে পেইন্ট

যেভাবে বানাবেন-
১) ডিমের খোসাগুলো যতটা সম্ভব আস্তভাবে সংরক্ষণ করার চেষ্টা করুন। ডিম ভাঙার যময় যে কোনো এক মাথা ফুটো করে ডিম বের করে নিন। খোসাগুলোকে সাবধানে ভালোভাবে পরিষ্কার করে নিন। যেখান থেকে ডিম ভেঙেছেন, সেখান থেকে আস্তে আস্তে আঙুল দিয়ে আরও খানিকটা ভেঙে নিন।

২) ভালোভাবে শুকানোর পর ডিমের উপরে ও ভেতরে পছন্দমতো কালার দিয়ে রঙ করে নিন। একটি রঙ অথবা দুটো রঙ এর শেডও করতে পারেন। খোসাতে চকচকে ভাব আনার জন্য স্প্রে পেইন্ট ব্যবহার করতে পারেন।

৩) এবার ফুলের ডাঁটি তৈরি করার জন্য চিকন ও লম্বা করে কাগজ কেটে রোল করে নিন। ডাঁটি বুঝানোর জন্য কাগজে সবুজ রঙ করে নিন। দুটো মাথা সমান করে কেটে নিন। একটি মাথায় কেঁচি দিয়ে লম্বাভাবে খানিকটা কেটে নিন, নির্দিষ্ট দূরত্বে রেখে কাগজের সরু অংশটুকু ৫/৬ টুকরো করে ছড়িয়ে নিয়ে বাইরের দিক দিয়ে একটু চাপ দিন। এতে করে মাথাটি অনেকটা ফুলের মত লাগবে।

৪) কয়েকটি সবুজ কাগজ পাতার শেইপে লম্বা করে কেটে নিন। সাদা কাগজ হলে সবুজ রঙ করে নিন।

৫) ডিমের খোসাটিকে কাগজের রোলের ফুলের মতো মাথাটিতে আঠা দিয়ে লাগিয়ে নিন। রোলের পছন্দমতো স্থানে পাতাগুলো লাগান।
ব্যস! তৈরি হয়ে গেলো ডিমের খোসার টিউলিপ ফুল। এবার সুন্দর করে সাজিয়ে ফেলুন ফুলদানিতে।

Read More
image
UKULELE added new product for sell.
51 w
image

0 Reviews
In stock· New

Fender Ukulele 21 Inch – Wooden

৳4.800.00 (BDT)

Top Mehogony
Back and Size Mehogony
Neck Mahogany
Head Machine Semi Die-cast
Finishing Matt
Binding ABS+5lines
Size: 21 inch

image

#মুখ #কপাল #রিংকেল #ফেসিয়াল #এক্সারসাইজ
#কপালের রিংকেল দূর করতে এক্সারসাইজ-
যদিও বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে; কপালের রিংকেল আনহেলদি ডায়েট এবং স্ট্রেসের কারনে দেখা দেয়। তাই এক্সারসাইজের পাশাপাশি লাইফস্টাইলে পরিবর্তন আনাটাও জরুরি।
এক্সারসাইজ ১ঃ-
দুই হাতের কনিষ্ঠ আঙ্গুল দুটিকে দুই চোখের ভ্রু এর উপরে রেখে বাকি আঙ্গুলগুলো কপালে এবং মাথার উপরিভাগে রাখুন।
এবার মনে করুন আপনি কিছু একটা দেখে খুব সারপ্রাইজ হয়েছেন, এমন ভাবে চোখের ভ্রুকে উপর নিচ করতে থাকুন।
এই সময় কোনভাবেই যেন কপালে ভাঁজ না পড়ে।
১০ সেকেন্ড ধরে রেখে বিরতি দিয়ে আবার শুরু করুন।
৫-১০ বার করতে পারেন।
এক্সারসাইজ ২ঃ-
এটাকে বলে রাবার এক্সারসাইজ।
এই এক্সারসাইজ করার জন্য-
প্রথমে দুই হাতের আঙ্গুল গুলোকে ইন্টারলক করে কপালের উপরে ঠিক হেয়ারলাইনের পিছনে শক্ত করে রাখুন।
এবার কপাল একটু পিছনের দিকে টেনে ধরুন।
দুই ঠোটকে ফাঁক করে ইংরেজি ‘ও’ আকৃতির শেপে আনুন এবং মুখ না নাড়িয়ে নিচের দিকে তাকিয়ে থাকুন ১০ সেকেন্ড।
বিরতি দিয়ে দিয়ে ২০ বার করতে পারেন।
মনে রাখবেন, কোন এক্সারসাইজ একদিনে বা এক সপ্তাহে ফল দেয় না। আবার ওভার এক্সারসাইজে হিতে বিপরীত হয়, তাই সেটাও করা থেকে বিরত থাকতে হবে। তাই খেয়াল রাখতে হবে, মুখের ত্বক যেহেতু অনেক বেশি সেনসিটিভ তাই কোন ভাবেই এতে অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না বা নির্দেশিত সময়ের বেশি সময় ধরে এই এক্সারসাইজগুলো করা যাবে না। ভালো থাকুন, সুন্দর থাকুন।

Read More
image

#মুখ #কপাল #রিংকেল #ফেসিয়াল #এক্সারসাইজ
#কপালের রিংকেল দূর করতে এক্সারসাইজ-
যদিও বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে; কপালের রিংকেল আনহেলদি ডায়েট এবং স্ট্রেসের কারনে দেখা দেয়। তাই এক্সারসাইজের পাশাপাশি লাইফস্টাইলে পরিবর্তন আনাটাও জরুরি।
এক্সারসাইজ ১ঃ-
দুই হাতের কনিষ্ঠ আঙ্গুল দুটিকে দুই চোখের ভ্রু এর উপরে রেখে বাকি আঙ্গুলগুলো কপালে এবং মাথার উপরিভাগে রাখুন।
এবার মনে করুন আপনি কিছু একটা দেখে খুব সারপ্রাইজ হয়েছেন, এমন ভাবে চোখের ভ্রুকে উপর নিচ করতে থাকুন।
এই সময় কোনভাবেই যেন কপালে ভাঁজ না পড়ে।
১০ সেকেন্ড ধরে রেখে বিরতি দিয়ে আবার শুরু করুন।
৫-১০ বার করতে পারেন।
এক্সারসাইজ ২ঃ-
এটাকে বলে রাবার এক্সারসাইজ।
এই এক্সারসাইজ করার জন্য-
প্রথমে দুই হাতের আঙ্গুল গুলোকে ইন্টারলক করে কপালের উপরে ঠিক হেয়ারলাইনের পিছনে শক্ত করে রাখুন।
এবার কপাল একটু পিছনের দিকে টেনে ধরুন।
দুই ঠোটকে ফাঁক করে ইংরেজি ‘ও’ আকৃতির শেপে আনুন এবং মুখ না নাড়িয়ে নিচের দিকে তাকিয়ে থাকুন ১০ সেকেন্ড।
বিরতি দিয়ে দিয়ে ২০ বার করতে পারেন।
মনে রাখবেন, কোন এক্সারসাইজ একদিনে বা এক সপ্তাহে ফল দেয় না। আবার ওভার এক্সারসাইজে হিতে বিপরীত হয়, তাই সেটাও করা থেকে বিরত থাকতে হবে। তাই খেয়াল রাখতে হবে, মুখের ত্বক যেহেতু অনেক বেশি সেনসিটিভ তাই কোন ভাবেই এতে অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না বা নির্দেশিত সময়ের বেশি সময় ধরে এই এক্সারসাইজগুলো করা যাবে না। ভালো থাকুন, সুন্দর থাকুন।

Read More
image