#মহাকাশ #ক্যানসার #গবেষণা
#মহাকাশে ক্যানসার গবেষণা
ক্যানসার প্রতিরোধী ওষুধ তৈরির গবেষণা চলছে মহাকাশেও। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই গবেষণা করছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মহাকাশের ওজনহীন পরিবেশে ক্যানসার গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন।
ওই অনুষ্ঠানে নাসার নভোচারী ফ্র্যাঙ্ক রুবি বলেছেন, গবেষণার জন্য অনন্য একটি জায়গা হচ্ছে মহাকাশ।
পৃথিবীপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার ওপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবস্থিত। সাম্প্রতিক এক মিশনে ক্যানসার নিয়ে গবেষণা চালান ৪৮ বছর বয়সী পদার্থবিদ ও সাবেক সামরিক হেলিকপ্টার চালক ফ্র্যাঙ্ক।
মহাকাশের সেখানকার ওজনহীন পরিবেশে দ্রুত কোষের বয়স বাড়ে। এতে গবেষণার গতিও বাড়ে। ফলে কোষের খাঁটি গঠন কাঠামোও বিশ্লেষণ করতে পারেন গবেষকেরা।
