Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
বই আমরা পড়ব এবং ছাত্রদের সংগঠিত করব। ছাত্র কে? তুমিইতো ছাত্র। তোমার নিজের চরিত্র তৈরি করা বাদে তোমার আর কিছু করণীয় নাই। তুমি জ্ঞানী, তোমার জ্ঞান দেখে আমি যে একজন অজ্ঞানী আমি অভিভুত হব, মা-বাবা, ভাই-বোন, আরএকজন ছাত্র সে তোমাকে দেখে অভিভুত হবে। অর্থাৎ তুমি নিজের দায়িত্ব এত সুন্দর ভাবে পালন করছ। তুমি ছাত্র। সবচাইতে ভালো ছাত্র। ভালো ছাত্র মানে বই মুখস্ত করা না। ভালো ছাত্রের যে মাত্রা-নানা দিক থেকে ভালো ছাত্র, বাবাকে - শিক্ষককে মান্য করার দিক থেকে ভালো ছাত্র, বই যে জ্ঞান, সে জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করার দিক থেকে ভালো ছাত্র। ভালো ছাত্র সবসমই ছাত্রত্বটাসামনে রাখে। তারপর ছাত্রত্ব পার হয়ে যখন যুবক অথবা কোন রাজনৈতিক দলে যাবে তখনকার দায়িত্ব তোমার সেখানে ভালো হওয়া। কিন্তু যতক্ষণ তুমি ছাত্র, তোমার একমাত্র কাজ হচ্ছে একজন ভালো ছাত্র হওয়া। তুমি যদি আদর্শ ছাত্র না হও তাহলে আমি যে একজন ছাত্র আমার কাছে কি নিয়ে আসবে? তুমি যে নিজেকে একজন ছাত্র কর্মী মনে করছ তুমি আমার কাছে কি কথা নিয়ে আসবে?
-------- সরদার ফজলুল করিম।