যেখানে আঘাত, ঢেউয়ের গতি প্রচন্ড,
সেখানেই বাঁধ তৈরি করতে হয় দুর্বার৷
যেখানে বাতাস গতিময়, আকাশ কালো,
সেখানেই কঠোর অনুশীলন ডাকে বারবার৷৷

#আহাদ্য #আহাজা

image

মতি মিয়া ভাই জানতে চাইলো,
কিরে কি খবর!?

আমি উত্তরে কইলাম,
মিয়া ভাই আজ বেহুশপতিবার৷ তার উপর মেজাজ তুঙ্গে, আর শনির উপগ্রহবলয় সূর্যসম রঙ্গিন৷

মিয়া ভাই কইলো, কিচ্ছু বুঝলাম না৷

আমি শেষ বাণী ঝারিলাম,
ইহাই আমার অবস্থা! কেউ কিচ্ছু বুঝে না৷
সব ত্রিকোণমিতির সমানুপাতিক ও সহ্যের ব্যস্তানুপাতিক৷

#মতিমিয়াভাই #আহাজা

image

আলবার্ট আইনস্টাইন #শুভজন্মদিন।

image

আমি স্বার্থপর নই! শুধু তাদের থেকে দুরে সরে যাই,
যাদের কাছে আমার কোনো মূল্য নেই!

image

আমি স্বার্থপর নই! শুধু তাদের থেকে দুরে সরে যাই,
যাদের কাছে আমার কোনো মূল্য নেই!

image

আমি স্বার্থপর নই! শুধু তাদের থেকে দুরে সরে যাই,
যাদের কাছে আমার কোনো মূল্য নেই!

image
image
image

আমি আছি ছিলাম থাকবো, শুধু সময়ের ভ্রূকুটিতে নিজেকে মাঝে মাঝে আড়াল করতে বাধ্য হই।

image

কারো কাছে ভালো কারও কাছে
খারাপ, যার মানসিকর্তা যেমন
তার কাছে আমি তেমন!

ইনানী বিচ

image

ইনানী বিচ

image