image

শব্দের শব্দ

UKULELE added new product for sell.
51 w
image

0 Reviews
In stock· New

Cordoba Protégé C1M-CE Acoustic Guitar – Natural with Cutaway and Electronics

৳35.000.00 (BDT)

The Protégé by Córdoba C1M-CE is the top choice nylon string guitar for students of all levels and is perfectly suited for both the classroom and home. Comfortable and easy to play, it’s a great first guitar at an affordable price. The C1M-CE features a cutaway body shape for easier access to the higher frets and a Cordoba GP-2 pickup system for amplified or acoustic playing. Every Protégé C1M-CE is built with a spruce top, mahogany back and sides, a comfortable, slim neck profile, traditional mosaic rosette, and a matte polyurethane finish. Like all Córdoba instruments, C1M-CE models feature premium Savarez strings and an adjustable truss rod for lifetime neck stability.

#রোদ #ত্বক #যত্ন #হলুদ #ঘরোয়া #প্যাক
#রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক#
বাইরে বের হলেই মাথার ওপর কড়া রোদ। আর এ কড়া রোদে সারাদিন ঈদের কেনাকাটা করে স্বাভাবিকভাবেই ত্বক রোদে পুড়ে যায়। গরমে ত্বকের অন্যতম সমস্যা এই সানবার্ন। তাই ত্বকের লাবণ্য ফেরানোর পাশাপাশি রোদে পোড়া ভাব দূর করতে হলুদের জুড়ি মেলা ভার। হলুদ দিয়ে তৈরি হয় সাবান, যা প্রসাধনী হিসেবে বেশ কার্যকর। সুপ্রাচীনকাল থেকেই ত্বকের যত্ন ও নানা রোগের ওষুধ হিসেবে হলুদ ব্যবহার হয়ে আসছে। নানা আয়ুর্বেদিক গুণ থাকা কাঁচা হলুদ, শুকনো হলুদ গুঁড়ো বিভিন্ন উপায়ে আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে। রোদে পোড়া ত্বকের জন্য হলুদ খুবই উপকারী। ত্বকের ধরন অনু্যায়ী হলুদের ব্যবহার একটু ভিন্নভাবে করতে হয়।

জেনে নিন ঘরোয়া উপায়গুলো-

তৈলাক্ত ত্বকঃ-
এ ক্ষেত্রেও একইভাবে হলুদের রস ফুটিয়ে নিতে হবে। এরপর মুলতানি মাটি নিয়ে হলুদের রসে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তার সঙ্গে এক চামচ পুদিনা পাতা ও এক চামচ তুলসী পাতার রস মিশিয়ে হাত ও মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

শুষ্ক ত্বকঃ-
শুষ্ক ত্বকের জন্য প্রথমে হলুদের রসটাকে বের করে নিতে হবে। তারপর সেটা দুই থেকে তিন মিনিট চুলায় ফুটিয়ে নিতে হবে। এর সঙ্গে বেসন ও ডিমের কুসুম মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেললে রোদে পোড়া দাগ দূর হয়ে যায়।

মিশ্র ত্বকঃ-
মিশ্র ত্বকের যত্নটা একটু ভিন্নভাবে নিতে হয়। কারণ এ ধরনের ত্বক একটু বেশি স্পর্শকাতর হয়। সে জন্য আগের মতোই হলুদের রস নিয়ে তার মধ্যে দেশি সবুজ মুগডাল ভিজিয়ে রাখতে হবে। এরপর একে পেস্ট করে তুলসী পাতার রস ও কেওলিন পাওডার মিশিয়ে মুখ ও হাত-পায়ে লাগাতে পারেন। এতে যেমন ত্বকের কালচে ভাব দূর হবে, তেমনি হয়ে উঠবে প্রাণবন্ত।

আর সব ধরনের ত্বকেই হলুদের রসের সঙ্গে ব্রাউন সুগার নিয়ে স্ক্রাবিং করতে পারেন। এতে ব্ল্যাকহেডস দূর হয়।

কখন ব্যবহারে বেশি উপকার: হলুদ সবসময় রাতে ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে হলুদের যেকোনো প্যাক লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে ত্বকের সজীবতা বাড়ে। আর হলুদের রস বা গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে খেলেও ত্বক ভেতর থেকে উজ্জ্বল ও মসৃণ হয়।

প্রতিদিন নয়ঃ-
ত্বকের যত্নে প্রতিদিন না করে সপ্তাহে এক দিন বা দুই দিন হলুদ ব্যবহার করুন। প্রতিদিন হলুদের স্ক্রাব ব্যবহার করলে ত্বকের ভেতর আঁচড় কেটে যায়। স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি বলিরেখা সৃষ্টি হয়। হলুদ মুখে লাগানোর পর বাইরে যাবেন না। কারণ হলুদ ব্যবহারের পরপরই রোদে গেলে ত্বক জ্বলে যাওয়া, জ্****াপোড়াসহ বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সম্ভব হলে রাতে হলুদ ব্যবহার করুন।

image

Amazing fish

image
Kurtibari added new product for sell.
51 w
image

0 Reviews
In stock· New

Three Piece Collection KM3P-005

৳2.250.00 (BDT)

সাইজ : ৩৮/৪২/৪৬

ফেব্রিক্স : পিওর কটন।

image

image
Shareez Lover added new product for sell.
51 w
image

0 Reviews
In stock· New

Semi Maslin Embroidery Saree Emb-002

৳2.250.00 (BDT)

❤️ সেমি মসলিন, সুতার কাজের এম্ব্রডারী শাড়ি ❤️
✅ ১৩.৫ হাত এমব্রয়ডারি করা শাড়ির চারদিকে এক্সটা কাপড় ও টার্সেল লাগানো