দিনের শুরুতেই সুযোগ নষ্ট করল বাংলাদেশ, দাপট দেখাচ্ছে শ্রীলংকা
চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয়ও দিনেও সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। প্রথম দিন একাধিক ক্যাচ ফেলে লংকান ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। দিনশেষে সংবাদ সম্মেলনেও এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

আজ পঞ্চম ওভারে খালেদের করা অফ স্টাম্পের বাইরের বল ধনাঞ্জয়ার ব্যাটের কানা ছুঁয়ে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা মেহেদি মিরাজের খানিকটা সামনে পড়ে বল। লো হওয়া বল সামনের দিকে ঠিক সময়ে ঝুঁকতে পারলে তালুবন্দি করতে পারতেন মিরাজ। তবে তা হয়নি। আরও একটা সুযোগ নষ্ট করল বাংলাদেশ।

সিলেটের মতোই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান পাচ্ছেন শ্রীলংকান ব্যাটাররা। প্রথম দিনশেষে তিন হাফ সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলেন লংকানরা। দ্বিতীয় দিনেও সেই ধারা বজায় রেখেছেন চান্দিমাল-ধনঞ্জয়ারা। দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছেন এই দুই ব্যাটার।

আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন লংকানরা। দুই ওপেনার মাদুশকা ও করুনারত্নের জুটিতে আসে ৯৬ রান। রানআউট হয়ে মাদুশকা ফিরলেও কুশল মেন্ডিসকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন করুনারত্নে। এই দুই ব্যাটারের ব্যাটে দেড়শ পেরিয়ে ছুটছেন সফরকারীরা।

এর আগে দিনের প্রথম বলেই দিনেশ চান্ডিমালের ব্যাটের কানা ছুঁয়ে বল গিয়েছিল প্রথম স্লিপে। কিন্তু সেটি ক্যারি করেনি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের খানিকটা সামনে ড্রপ করে।

১০৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৭০ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। উইকেটে আছেন ধনাঞ্জয়া ও চান্দিমাল।

image

image

image

image

imageimage

image
UKULELE added new product for sell.
50 w
image

0 Reviews
In stock· New

Oliva Basswood 24 inch Concert Ukulele Peacock Green+ Padded bag + Picks + Strings+ Strap

৳3.500.00 (BDT)

Oliva ukulele is a REAL beginner/intermediate uke and comes in a variety of fun colors. The geared tuning keys, ABS bridge and fingerboard really keep this uke in tune. Built solid for the active uke player and makes a great gift.

Basswood Body

18 Frets

Dot Position Inlays

ABS Bridge

Golden Rosette

#ফোন #হোল্ডার
নিজেই তৈরি করুন ফোন হোল্ডার
ফোনের হোল্ডার কিনতে আমরা অনেক টাকা খরচ করি।কিন্তু চাইলে আমরা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারি নিজের পছন্দ অনুযায়ী ফোন হোল্ডার।তাহলে হোল্ডার বানাতে কি করতে হবে শিখে নেয়া যাক।

হোল্ডার বানাতে যা লাগবেঃ-
->খালি টিস্যু রোল
->কাঁচি
->মার্কার পেন
->পুস পিন
->ডিজাইন টেপ

তৈরি পদ্ধতিঃ-
১.প্রথমে খালি টিস্যু রোল এ ফোনের মাপ অনুযায়ী মার্কার পেন দিয়ে দাগ দিতে হবে।
২.মাপ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিতে হবে।
৩.টিস্যু রোলটি ডিজাইন টেপ দিয়ে সাজিয়ে নিন।
৪.এবার মার্কার পেন দিয়ে আগের কেটে রাখা জায়গাটি মার্ক করে নিন এবং ডিজাইন টেপটি কেটে নিন।
৫.কাটার পরে টিস্যু রোলের দুই পাশে অন্য ডিজাইন টেপ দিয়ে সাজিয়ে নেই।
৬.এবার টিস্যু রোলে ৪ টি পুস পিন দূরত্ব বজায় রেখে নিচের অংশে দেই ঠিক যেন পায়ের মত লাগে।
এভাবে নিজেই তৈরি করুন ফোন হোল্ডার।

image
Kurtibari added new product for sell.
50 w
image

0 Reviews
In stock· New

Batik Kurti B05

৳1.150.00 (BDT)

❤️ বাটিক কুর্তি কালেকশন ❤️
ফেব্রিকঃ কটন
সাইজ : ৩৮/৪২/৪৬